Akash Madhwal. ( Image Source: IPL/BCCI )
ক্রিকেটের মঞ্চে কোনওকিছুই আগে থেকে বলা সম্ভব নয়। আইপিএল তো আরও বিষ্ময়ে ভরা। ব্যাট হাতে এদিন মুম্বই ইন্ডিয়ান্স সেভাবে বড় রান করতে পারেননি। যেকোনও খেলার ক্ষেত্রেই একটা কথা বারবার শোনা যায়। বড় মঞ্চ থেকেই জন্ম হয় নতুন তারকার। চিপকে এলিমিনেটরের মঞ্চে নেমেছিল মুম্বই ইন্ডি্য়ান্স। সেখানেই কতাদের প্রতিপক্ষ ছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে নতুন তারকা হয়ে উঠলেন এবার আকাশ মধওয়াল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র পাঁচ রান দিয়ে একাই পাঁচ উইকেট তুলে নিলেন তিনি।
আর এই পারফরম্যান্সের সঙ্গেই আইপিএলের মঞ্চে এক নচুন ইতিহাস তৈরি করলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের ইতি্হসে সোরা বোলিং পারফরম্যান্স দেখালেন তিনি। এতদিন ১৫ রানে পাঁচ উইকেট নেওয়াই চিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ বোলার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর দুরন্ত স্পেলের ,স্বাক্ষী হয়ে রইল গোটা ভারতবর্ষ। একা হাতেই কার্যত লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতে ভেঙে দিলেন তিনি।
৩ ওভার ৩ বলে ৫ রানে ৫ উইকেট নিয়েছেন আকাশ মধওয়াল
টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। যদিও সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। রোহিত শর্মা থেকে ঈশান কিষাণ, সূর্যকুমাপর যাদবের মতো ক্রিকেটাররা এদিন ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। মুম্বই ইন্ডি্য়ান্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ক্যামেরণ গ্রীণ। তিনি করেছিলেন ৪১ রান। শেষের দিকে টিম ডেভিড, নেহাল ওয়াধেরাদের হাত ধরে শেষপর্যন্ত ১৮২ রানে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডি্য়ান্স।
আইপিএলের মতো মঞ্চে এই রান যে খুব একটা বিরাট রান নয় তা বলাই চলে। কিন্তু সেখানেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আকাশ মধওয়াল। কার্যত তাঁর ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে সেরা বোলিংয়ের ইতিহাসটাও বোধহয় গড়ে ফেললেন তিনি। বল করলেন এদিন মত্র ৩.৩ ওভার। সেখানে রান দিয়েছেন ৫ রান। আর উইকেট তুলে নিয়েছিল পাঁচটি। আইপিএলের মঞ্চে এটাই এখন সেরা বোলিং পারফরম্যান্সের পরিসংখ্যান।
প্রেরক মনকড়ের উইকেট দিয়ে এদিন যাত্রা শুরু হয়েছিল আকাশ মধওয়ালের। এরপর একে একে আয়ূশ বদোনী, নিকোলাস পুুরান, মহসিন খান এবং রবি বিষ্ণোইদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ বোলার। সেইসঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের স্বপ্লের সওদাগড় হয়ে উঠলেন এই তরুণ ক্রিকেটার।
The post লখনউয়ের বিরুদ্ধে আকাশের পাঁচে পাঁচ, আইপিএলের মঞ্চে নতুন ইতিহাসের মালিক আকাশ মধওয়াল appeared first on CricTracker Bengali.