Andy Flower. (Photo Source: IPL/BCCI)
কানাভুসোটা কয়েকদিন ধরেই শোনাযাচ্ছিল। অবশেষে শুক্রবারই চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী মরসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে এলেন অ্যান্ডি ফ্লাওয়ার। আগামী ৩১ অগস্টই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট ডিরেক্টর মাইক হেসনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। সেই চুক্তিই আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। এবার বিরাট কোহলিরদের নতুন হেড স্যারের ভূমিকায় দেখা যাবে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। একইসঙ্গে সঞ্জয় বাঙ্গারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইঅপিএলের মঞ্চে শেষ দুই মনরসুম লখনউ সুপার জায়ানন্টস শিবিরের সঙ্গে ছিলেন অ্যান্ডি ফ্লাওওয়ার। কিন্তু এবারের আইপিেল সেষ হওয়ার পরই তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেই থেকেই ্্যান্ডি প্লাওয়ারকে নিয়েনানান জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছে আইপিএলের বেস কয়েকটি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেই তাঁর কাছে নানান প্রস্তাবও ছিল। তবে শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচির দায়িত্বই নিতে চলেছেন তিনি।
শেষ মরসুমে লখনউ সুপার জায়ান্টসের কোচের দায়িত্বে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার
শুক্রবারই সোশ্যাল মিডিয়াতে তাঁর নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটার হিসাবে অ্যান্ডি ফ্লাওয়ার যেমন সফল হয়েছেন।তেমনই কোচ হিসাবেও আইিপএলে বেশ সাফল্যের সঙ্গেই কাজ করেছেন এই প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডুপ্লেসি। তাঁর সঙ্গে অ্যান্ডি ফ্লাওয়ারের জুটি্ যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরও সামনের দিকে এগিয়ে নিয়েয়াবে তা বলার অপেক্ষা রাখে না। অ্যান্ডি ফ্লাওয়ার আসার সঙ্গে সঙ্গে শোনাযাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাকি কোচিং স্টাফও নাকি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আগামী মরসুমে সঞ্জয় বাঙ্গারদেরও আরসিবি শিবিরে দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরপে জানানো হয়েছে, “আইসিসি টি টোয়েন্টিবিশ্বকাপ জয়ীকোচ ও হল অব ফেমার অ্যান্ডি ফ্লাওয়ারকে মাদের নতুন কোচ হিসাবে স্বাগত জানাচ্ছি। পিএসএল, ইন্টারন্যাশনাল লিগ টি২০, দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় দলকে চ্যাম্পিয়.ন করা এবং টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা প্রস্তুত করতে আরও সাহায্য করবে”।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষরক্ষা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু। এই নতুন কোচের হাত ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যের রাস্তায় এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার appeared first on CricTracker Bengali.