BJ Sports – Cricket Prediction, Live Score

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে মুখ খুললেন আরপি সিং

 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে মুখ খুললেন আরপি সিং

#image_title

Delhi Capitals. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫০ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। এই ম্যাচে ডিসির ওপেনার ফিল সল্ট ৪৫ বলে ৮৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ডেভিড ওয়ার্নারের দল নিজেদের শেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে। আরসিবির বিরুদ্ধে জয় পাওয়ার পর তারা পয়েন্ট তালিকায় শেষ স্থান থেকে এক ধাপ উপরে উঠে এসেছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের এই জয়ের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। আরসিবির বিরুদ্ধে ডিসি যে অভিপ্রায় নিয়ে খেলেছিল সেটির প্রশংসা করেছেন আরপি সিং।

জিওসিনেমার আইপিএল বিশেষজ্ঞ আরপি সিং বলেন, “দিল্লি যে অভিপ্রায় নিয়ে খেলতে নেমেছিল তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার জন্য আজ রাতের ম্যাচটা তাদের জিততেই হত। যদি তারা হেরে যেত তাহলে তাদের আশাও শেষ হয়ে যেত। আজ রাতে দিল্লি জিতেছে কারণ তাদের অভিপ্রায় দুর্দান্ত ছিল। তাদের টপ অর্ডার দুর্দান্ত খেলেছে।”

“সাম্প্রতিক ম্যাচগুলিতে তারা যেভাবে খেলেছে তাতে অবশ্যই তাদের আত্মবিশ্বাস বেড়েছে” – জাহির খান

জিও সিনেমার আইপিএল বিশেষজ্ঞ জাহির খান পৃথ্বী শ’র ফর্ম নিয়ে মুখ খুলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে ডিসি দলকে এই মুহূর্তে খুব ভালো দেখাচ্ছে এবং আগামী ম্যাচগুলিতে তাদের এই অভিপ্রায়ের সাথেই খেলতে হবে।

জাহির খান বলেন, “যখনই কোনো কারণে তার নাম উঠে আসে, তখনই একজন দুর্দান্ত ব্যাটার হিসেবে তার পরিচয় দেওয়া হয়। প্রশ্ন ছিল সে সুযোগ পাবে কিনা, পৃথ্বী শ’র ফর্ম খারাপ ছিল, দিল্লির অন্যান্য সমস্যা ছিল, ব্যাটিংয়েও সমস্যা ছিল। তাদের এটি ঠিক করার জন্য তাদের কিছু একটা করতে হত। তারা পরিবর্তন করেছে। তারা মিচেল মার্শকে তাদের ওপেনার হিসেবে বেছে নিতে পারত, কিন্তু তারা ফিল সল্টকে বেছে নেয়। তিনি তার প্রথম ম্যাচে মিডল অর্ডারে খেলেছিলেন। কিন্তু আজ রাতে ওপেনিং করেন। তাদের দলকে এখন খুব ভালো দেখাচ্ছে, পরের ম্যাচগুলিতেও তাদের এভাবেই খেলতে হবে। যখন আনরিখ নোখিয়া ফিরে আসবেন, তখন আমাদের দেখতে হবে কোন খেলোয়াড়কে বসানো হচ্ছে। আমাদের দেখতে হবে দিল্লি আগামী ম্যাচগুলিতে কি করে। সাম্প্রতিক ম্যাচগুলিতে তারা যেভাবে খেলেছে তাতে অবশ্যই তাদের আত্মবিশ্বাস বেড়েছে।”

The post রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে মুখ খুললেন আরপি সিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version