BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিত শর্মার শট নির্বাচন নিয়ে সমালোচনায় গৌতম গম্ভীর

রোহিত শর্মার শট নির্বাচন নিয়ে সমালোচনায় গৌতম গম্ভীর

#image_title

Gautam Gambhir and Rohit Sharma. (Image Source: Twitter and Getty Images)

নেপালের পর পাকিস্তানের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের পেস লাইন আপকে কার্যত একাই বিধ্বস্ত করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু অর্ধশতরানের পরই ক্রিজ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। রোহিত শর্মার সেই আউটটাই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে যে শট নির্বাচন করে রোহিত শর্মা সাজঘরে ফিরে গিয়েছেন,  তার জন্য ভারত অধিনায়ক নিজেই অত্যন্ত হতাশ হয়ে পড়বেন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। শাহিন আফ্রিদির কাছেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। বোল্ড আউট হয়েই ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। আর সেই থেকেই শুরু হয়েছিল নানান কথাবার্তা।এমনকী রোহিত শর্মার পারফরম্যান্সের সমালোচনাও শোনা গিয়েছিল প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে। তবে নেপাল ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা অব্যহত ছিল পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেও।

পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা

পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা। শাহিন আফ্রিদিকে লেগ সাইডে ওভার বাউন্ডারি হাঁকিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই থেকেই মাঠে শুরু হয়েছিল রোহিতের দাপট। ভারত অধিনায়ক অর্ধশতরান করার পরই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু সেখানেই শাদাব খানের বোলিংয়ের সামনে হান মেনেছিলেন রোহিত শর্মা। তাঁর সেই শট নির্বাচন দেখেই হতাশ হয়েছেন গৌতম গম্ভীর। সেই পরিস্থিতিতে রোহিত শর্মার এমন একটা শট নির্বাচন না করাই উচিত্ ছিল বলে মনে করছে তিনি। একইসঙ্গে মনে করছেন যে রোহিত শর্মা নিজেও যথেষ্ট হতাশ হয়েছেন।

গৌতম গম্ভীর স্টার স্পোর্টসের অনুষ্ঠানে জানিয়েছেন, “আমি মনে করি তিনি নিজেও হয়ত অত্যন্ত হতাশ হয়েছেন। যেভাবে রোহিত শর্মা আউট হয়েছেন তা একটি অত্যন্ত খারাপ শট ছিল। তিনি নিজেও খুব ভালভাবে জানেন যে সেই শটটি নিয়ে সমালোচনা হওয়াই উচিত্। কারণ সেই সময় পাকিস্তানের বোলাররা অনেকটাই  পিছিয়ে ছিলেন”।

রোহিত শর্মা ৫৬ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। সেই ইনিংস জুড়ে রোহিত শর্মা একাই খেলেছিলেন ৬টি চার ও চারটি ওভার বাউন্ডারি।  কিন্তু তাঁর সেই আউটের শটটাই মেনে নিতে পারছেন না গৌতম গম্ভীর।

The post রোহিত শর্মার শট নির্বাচন নিয়ে সমালোচনায় গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.

Exit mobile version