দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে লক্ষ্য টেস্ট সিরিজ। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে এই সিরিজ ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজ। ওডিআই বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ দিয়েই ফের মাঠে ফিরছেন রোহিত শর্মা। সেখানেই তিনি নামার আগে তাঁর পারফরম্যান্স এবং নিজের দুর্বলতাকে শোধরানোর কতা শোনা গেল সঞ্জয় মঞ্জরেকরের মুখে।
ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের মতে আগে সমস্যা থাকলেও এই মুহূর্তে বাঁ হাতি বোলারের বিরুদ্ধে রোহিত শর্মার খেলার সমস্যা অনেকটাই কেটে গিয়েছে। আগে তিনি সমস্যায় পড়লেও তা এখন অতীত হয়ে গিয়েছে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। দক্ষিণ আফ্রিকা শিবিরেও বাঁহাতি পেসার রয়েছে। তারা যে রোহিত শর্মার জন্য বিশেষ পরিকল্পনা করবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে সঞ্জয় মঞ্জরেকর ভারতীয় দলের অধিনায়ককে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর মতে বাঁ হাতি পেসাররা রোহিত শর্মাকে এখন আর বেশী সমস্যায় ফেলতে পারবেন না।
এবারের ওডিআই বিশ্বকাপে ৫৯৭ রান করেছিলেন রোহিত শর্মা
অতীতে বারবারই রোহিত শর্মাকে বাঁ হাতি পেসারদের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। বিশ্বকাপের আগেও সেই ছবি দেখা গিয়েছিল বারবার। কিন্তু ওডিআই বিশ্বকাপ থেকেই সেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সেখানেই বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত শর্মাকে সাফল্য পেতে দেখা গিয়েছে। সেটাই যে সঞ্জয় মঞ্জরেকরকেও আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজেও নিজের সেরা পারফরম্যান্স তিনি দিতে পারেন কিনা সেটাই দেখার এখন।
এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “যে দুর্বলতা সম্বন্ধে কথা বলছেন, বিশেষ করে রোহিত শর্মার বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে খেলার যে অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলা হচ্ছে তা এখন অতীত। শেষ এক কিংবা দুই বছরে তাঁকে সেই সমস্যায় পড়তে দেখা যায়নি। ঘরের মাঠে সিরিজে মিচেল স্টার্কের বিরুদ্ধে যথেষ্ট সাবলীল ছিলেন রোহিত শর্মা। তেমনই বিশ্বকাপে শাহিন আফ্রিদি রোহিত শর্মার সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। সেখানেই দেখা গিয়েছিল যে রোহিত শর্মা ফ্রন্টফুটে কতটা ভালভাবে খেলেছিলেন। আমি মনে হয় তিনি একজন ভাল টেস্ট ক্রিকেটার হয়ে উঠেছেন”।
গক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এবারের বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সের ধারা এবার টেস্টেও তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।
The post রোহিত শর্মার বাঁহাতি পেসারদের বিরুদ্ধে সমস্যা নেই, মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর appeared first on CricTracker Bengali.