BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিত শর্মার পেসারদের ব্যবহার করার পদ্ধতিতে খুশি দীনেশ কার্তিক

 রোহিত শর্মার পেসারদের ব্যবহার করার পদ্ধতিতে খুশি দীনেশ কার্তিক

#image_title

Rohit Sharma . ( Image Source: Twitter )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  দ্বিতীয় টেস্টেও ফ্রন্টফুটে রয়েছে ভারতীয় দল। ব্যাটিংয়ের পর বোলাররাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই সিরিজে। স্পিনারদের সঙ্গে পেসাররাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই ম্যাচে। আর সেই পারফরম্যান্সের পিছনে রোহিত শর্মাকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের  উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। তাঁর মতে পেসারদের সটিকবাবে ব্যবহার করতে পারছেন রোহিত শর্মা। আর সজ্নযই য়ে এমন সাফল্য পাচ্ছেন তারা, বলতে কোনও দ্বিধা নেই দীেনেশ কার্তিকের। সেষ দুদিনের ভারতীয় পেসাররা কেমন পারফরম্যান্স করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিনারদের থেকে পেসাররা কম উইকেট পেলেও মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং জয়দেব উনাদকাটরা তদের হিসাবী বোলিং দিয়ে সবসময়ই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের ওপর চাপ তৈরি করে চলেছিলেন। আর তাতেই য়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লইনপ ক্রম চাপের মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সাফল্যের পিছনে রোহিত শর্মাকেই  বিশেষ কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটই এখন দেখার।

তৃতীয় দিন ভারতীয় পেসাররা ২ টো উইকেট তুলতে পেরেছেন

এখনও পর্যন্ত চলতি ম্য়াচে মহম্মদ সিরাজের শিকার একটি উইকেট। জশুয়া ডা সিলভাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।  এছাড় ওখনও পর্যন্ত ২০ ওভার বোলিং করে মাত্র ৪৮ রাম দিয়ছেন মহম্মদ সিরাজ। তাঁর উকনমি রেট রয়েছে ২.৪৫। এই পারফরম্যান্স যে ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে ফেলার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অভিষেক ম্যাচেই এক ইউি্কেট তুলে নিয়েছেন মুকেস কুমারও। এখনও পর্যন্ত ১৪ ওবারে ৩৫ রান দিয়ে এক উইকেট এসেছে মুকেশ কুমারের ঝুলিতে।

সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন দীনেশ কার্তিক। এই প্রসঙ্গে ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় রোহিত শর্মা তাদের পেস লাইনআপকে যথেষ্ট ভালভাবে ব্যবহার করছে। বিশেষ করে পেসারদের লম্বা স্পেল দিচ্ছেন। মাঝেমধ্যেই বোলিংয়ের জন্য আবারও ফিরিয়ে নিয়ে আসছেন। স্পিনারদেরও  যথেষ্ট বোলিং করার সুযোগ দিচ্ছেন। যখন রিভার্স সুইং পিচে কাজ করছে সেই সময় তাঁর সমস্ত বোলারদের কাজে লাগিয়ে দিচ্ছেন রোহিত শর্মা। সেখানে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ”।

সিরিজে এগিয়েই রয়েছে ভারতীয় দল।  দ্বিতীয় টেস্টেও ফ্রন্টফুটেই রয়েছে টিম ইন্ডিয়া। সেখানে ম্য়াচ ড্র করলেই কার্যত  সিরিজ জয় পাাকা হয়ে যাবে ভারতীয় দলের। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই ভারতীয় দলের বোলাররা কত দ্রুত সেই উইকেট তুলে নিতে পারে সেটাই এখন দেখার।

The post রোহিত শর্মার পেসারদের ব্যবহার করার পদ্ধতিতে খুশি দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.

Exit mobile version