BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিত শর্মার কাছে এই সেঞ্চুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করছেন অনিল কুম্বলে

 রোহিত শর্মার কাছে এই সেঞ্চুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করছেন অনিল কুম্বলে

#image_title

Anil Kumble (Image Source: Twitter)

ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই সেভাবে নিজের ছন্দে ছিলেন রোহিত শর্মা। কয়েকদিন আগেই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানেও ব্যাট হাতে সফল হতে দেখা যায়নি ভারতীয় দলের অধিনায়ককে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেখানেই যশস্বী জয়সওয়ালের পাশাপাশি রোহিত শর্মার ব্যাট থেকেও সেঞ্চুরীর ঝলক দেখা গিয়েছে। আর এই রানটা যে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার এই রানটা পাওয়া প্রয়োজন ছিল বলেই মনে করছেন অনিল কুম্বলে।

সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা। এই বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে সেঞ্চুরী করলেও, এরপর গোটা টেস্টে সেভাবে রোহিত শর্মারে ভাল পারফরম্যান্স করতে দেখা যায়নি। এমনকী আইপিএলের মঞ্চেও রোহিত শর্মা চূড়ান্ত ব্যর্থই ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স প্লেঅফে পঁছলেও সেখানে রোহিত শর্মার অবদান যে খুব একটা বেশী ছিল না তা বলাই যায়। গোটা আইপিএলে মাত্র তিনটি অর্ধশতরান পেয়েছিলেন তিনি। দিন যত এগোচ্ছিল ততই রোহিত শর্মাকে নিয়ে সামোলচনার সুরটাও চড়া হতে শুরু করেছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস কেলেছেন রোহিত শর্মা

কয়েকদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। সেখানেও রোহিত শর্মাকে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসে ১৫ ও ৪৩ রান করতে পেরেছিলেন তিনি। তা নিয়ে সমালোচনা খুব একটা কম হয়নি। আর এমন সমাসোচনা যে আত্মবিশ্বাসের ওপর অনেক সময় প্রভাব ফেলতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধেই সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। সেই সেঞ্চুরী ইনিংস দেখেই খুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

তিনি রোহিত শর্মার সেঞ্চুরী ইনিংস প্রসঙ্গে জানিয়েছেন, “অবশ্যই একটা অসাধারণ ইনিংস এবং এই ইনিংসটা রোহিত শর্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাই বলে বিষয়টা এমন নয় যে রোহিত শর্মা ফর্মে নেই। এমনকী  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তিনি ফর্মে ছিলেন। অবশ্যই তিনি আউট হয়ে গিয়েছিলেন কিন্তু তাঁকে দেখে কিন্তু বেশ ভাল বলেই মনে হচ্ছিল। এমনকী আইপিএলেও যখন তিনি ব্যাটিং করতে এসেছিলেন, সেই সময় তাঁকে দেখে ভালই লেগেছে”।

ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। যদি শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারেননি। গোটা সিরিজে রোহিত শর্মার ব্যাট থেকে এমন পারফরম্যান্স দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

The post রোহিত শর্মার কাছে এই সেঞ্চুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে করছেন অনিল কুম্বলে appeared first on CricTracker Bengali.

Exit mobile version