BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিত শর্মার আইসিসি টুর্নামেন্টের নকআউটের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন সালমান বাট

 রোহিত শর্মার আইসিসি টুর্নামেন্টের নকআউটের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন সালমান বাট

#image_title

Rohit Sharma. ( Image Source: Twitter )

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি লাল বলের ক্রিকেটে শুরুটা বেশ ভালোভাবেই করেছেন। নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি অর্ধশতরান পেয়েছিলেন। অন্যদিকে, ওডিআই ক্রিকেটে তার রেকর্ড খুব ভালো। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড করেছিলেন তিনি। তবে এই প্রতিভাবান বাঁ-হাতি ওপেনার ভারতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পান না।

বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করার পরের ম্যাচে ইশান কিষানকে বসিয়ে দিয়েছিল ভারতীয় দল। ২০২৩ সালের ১০ই জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে তার জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন শুভমন গিল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের সবকটি ম্যাচে অর্ধশতরান করেছিলেন ইশান। তিনি এই সিরিজে সিরিজসেরার পুরস্কারও পেয়েছিলেন। তবে আসন্ন এশিয়া কাপে আবার দল থেকে বাদ পড়তে পারেন তিনি। এই টুর্নামেন্টে এবং আসন্ন ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেন করবেন বলে মনে করা হচ্ছে।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেন, “আমি পুরোপুরি একমত (ইশানকে নিয়ে ভারতের পরীক্ষাটি বিভ্রান্তিকর ছিল)। একজন লোককে ২০০ রান করার পরে বাদ দেওয়া হচ্ছে… তাতে লাভ কী? তাদের এই ব্যাপারটি স্বীকার করতে হবে যে সে দ্বিতীয় বিকল্প, এমনকি সে এক ইনিংসে ১০০০ রান করলেও তাকে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হবে না। এটি কখনই আপনাকে সেরা হওয়ার অনুভূতি দেয় না, এটি আপনাকে কখনই এই অনুভূতি দেয় না যে আপনি আপনার পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হবেন। বর্তমানে, অনুভূতিটি হল যে আপনি যাই করুন না কেন, আপনি হবেন দ্বিতীয় বিকল্প।”

তিনি আরও বলেন, “সে আর বেঞ্চ স্ট্রেংথ লেভেলের খেলোয়াড় নয়। সে তার থেকেও বেশিকিছু। দ্বিতীয়ত, আমি স্বীকার করি যে রোহিত একজন বড় খেলোয়াড়, কিন্তু কিছু খেলোয়াড় আছেন যারা দীর্ঘ সময় ধরে খেলছেন কিন্তু যখন তাদের ওপর চাপ পড়ে তখন তারা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেন না। বিশেষ করে নক-আউট পর্যায়ে, এটি এমন কিছু যা নিয়ে কাজ করতে হবে।”

আইসিসির টুর্নামেন্টগুলির নকআউটে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা

আইসিসির টুর্নামেন্টগুলির নকআউটে খুব বেশি রান করতে পারেননি রোহিত শর্মা। তিনি ওডিআই বিশ্বকাপ ২০১৫-এর সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর সেমিফাইনাল এবং টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে ব্যাট হাতে ব্যৰ্থ হয়েছিলেন।

তবে ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ তিনি সর্বোচ্চ রান করেছিলেন। তিনি সেই টুর্নামেন্টে ৫টি শতরান সহ ৬৪৮ রান করতে সক্ষম হয়েছিলেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

The post রোহিত শর্মার আইসিসি টুর্নামেন্টের নকআউটের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন সালমান বাট appeared first on CricTracker Bengali.

Exit mobile version