Wasim Jaffer. (Photo Source: Twitter)
এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন শুভমন গিল। সদ্য ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হওয়াযশস্বী জয়সওয়ালও নিজের পারফরম্যান্স পরিচয় দিচ্ছেন। অভিষেক টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের। তাঁর মতে ভবিষ্যতে বিরাট কোহলি ও রোহিত শর্মার যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে চলেছেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। অন্তত এই মুহূর্তে তাদের পারফরম্যান্স দেখে তেমনটাই মনে করছেন ওয়াসিম জাফর।
এই চলতি মরসুমে দুরন্ত পারফরম্যান্স প্রদর্সন করেছেন শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট থেকে ও়ডিআই ফর্ম্যাট, তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। শুধুমাত্র তাই নয়, এই বছরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটার। ওডিআই ফর্ম্যাটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই কার্যত ভারতীয় দলের শিবিরে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেমন এই তারকা ক্রিকেটার।
অভিষেক টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল
সেই থেকেই বারতীয় দলে অইন্যতম আলোচনা হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে। শুধু তাই নয়, এবারের াইপিএলেও শুভমন গিল দুরন্ত পারফরম্যন্স প্রদর্শন করেছিলেন। গুজরাত টাইটান্সের পাইনালে পৌঁছনোর পিছনেও তাঁর অবদান চিল অনস্বীকার্য। তিন ফর্ম্যাটেই তাঁর এমন পারফর্মযান্স দেখে এমন মন্তব্য করেছেন ওয়াসিম জাফর। সেইসঙ্গে দেশের জার্সিতে অভিষেকের পর থেকেই নিজের পারফরম্যাম্স দেখাচ্ছেন যশস্বী জয়সওয়ালও। প্রথম ম্যাচেই দেশের জার্সিতে সেঞ্চুরী করে সকলের নজর কেড়েছেন তিনিও।
এই প্রসঙ্গে ওয়াসিম দাফর জানিয়েছেন, একজন হলেন যশস্বী জয় সওয়াল। তাঁকে তিন ফর্ম্যাটের ক্রিকেটার হিসাবে আমার একে্বারে যোগ্য ক্রিকেটার মনে হচ্ছে। তিনি আইপিএলের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং টেস্টের মঞ্চেও শুরুটা বেশ ভালভাবে করেছেন এই তরুণ ক্রিকেটার। এরপরই দ্বিতীয় নাম নেব আমি শুভমন গিলের। যদি আমরা শুধুমাত্র ব্যাটিং নিয়ে কতাবার্তা বলি, তবে সেখানে যোগ্য প্রার্থী হলেন এই দুই ব্যাটার। আমার মতে এই দুজন ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন।
যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টেই ১৭১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেছেন এই তরুণ ক্রিকেটার। তাদের নিয়ে প্রত্যাশার পারদটা এখন থেকেই চড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
The post রোহিত-বিরাটের পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত শুভমন ও যশস্বী জয়সওয়াল, মত ওয়াসিম জাফরের appeared first on CricTracker Bengali.