BJ Sports – Cricket Prediction, Live Score

রিজার্ভ ডে-তে চোটের জন্য ভারতের বিরুদ্ধে নেই হারিস রওফ

রিজার্ভ ডে-তে চোটের জন্য ভারতের বিরুদ্ধে নেই হারিস রওফ

#image_title

Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

রিজার্ভ ডে-তে ভারতের বিরুদ্ধে নেমেছে পাকিস্তান। সেখানেই বিরাটকোহলি ও লোকেশ রাহুলের বিরুদ্ধে বোলিং নিয়ে বেশ সমস্যায় রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। ভারকের বিরুদ্ধে রিজার্ভ ডে-তে খেলতে বোলিং  করতে পারবেন না তারকাক্রিকেটার হারিস রওফ। আকর সেটা যে বাবর আজমের তিন্তা বেস খানিকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম দিন পাঁচ ওবার বোলিং করেছিলেন হাসির রওফ। তাঁর অভাবটাই কোন বোলারকে দিয়ে পূরণ করবেন বাবর আজম সেটা নিয়েই এখন জোর জল্পনা।

এশিয়া কাপের গ্রুব পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন হারিস রওফ।  এদিনও যে তাঁর থেকে সেই পারফরম্যান্সই দেখতে চেয়েছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হল না। সুপার ফোরের মঞ্চে প্রথম দিন পাকিস্তানের জার্সিতে বল হাতে হারিস রওফকে দেখা গিয়েছিল। যদিও সেদিন বৃষ্টির জেরে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। সেখানেই ভারতের বিরুদ্ধে বল হাতে দেখা যাবে না হারিস রওফকে।

প্রথম দিন ৫ ওভারে ২৭ রান দিয়েছিলেন হারিস রওফ

শোনাযাচ্ছে তাঁর পেশীতে চোট লেগেছে,সেইকারণেই হারিুস রওফকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।রিজার্ভ ডে-তে হারিস রকওফকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে। প্রথম দিন পাঁচ ওবার বোলিং করতে পারলেও এদিন বল হাতে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে দেখা যাবে না এই তারকা স্পীডস্টারকে। ভারতের বিরুদ্ধে পেস লাইনআপই পাকিস্তানের প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই হারিুস রওফের না থাকাটা বেশ চিন্তাতেই রাখছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর পাঁচ ওভার কোন বোলার করবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

প্রথম দিন ৫ ওবার বোলিং করে ২৭ রান দিয়েছিলেন হারিস রওফ। পাকিস্তানের পেসারদের মধ্যে একমাক্র ভাল বোলিং করেছিলেন েই তারকা বোলারই।  রিজার্ভ ডে-র দিনও যে তিনি পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন তা বলার  অপেক্ষা রাখে না। সেখানেই বল হাতে নামতে পারলেন না পাকিস্তানের অন্যতম প্রধান স্পীডস্টার হারিস রওফ।  ম্য়াচের শুরু থেকেই তাঁর না থাকার অভাবটা বেশ ভালভাবেই বুঝতে পারছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

রিজার্ভ ডে-র দিন সুরু থেকেই লোকেশ রাহুল ও বিরাট কোহলিরা রয়েছেন দুরন্ত ফর্মে। হারিস রওফের নবা থাকার সুযোগটা যে তারা একেবারে কাজে লাগিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

The post রিজার্ভ ডে-তে চোটের জন্য ভারতের বিরুদ্ধে নেই হারিস রওফ appeared first on CricTracker Bengali.

Exit mobile version