BJ Sports – Cricket Prediction, Live Score

রিজার্ভ ডে-তেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল হবে আইপিএল চ্যাম্পিয়ন?

 রিজার্ভ ডে-তেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল হবে আইপিএল চ্যাম্পিয়ন?

#image_title

IPL_RAIN. ( IMAGE SOURCE: IPL )

আইপিএলের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ ক্রমসই চড়তে শুরু করেছে। কিন্তু ফাইনালের মঞ্চে এখন আইপিএলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বৃষ্টি। আহমেদাবাদে যেন হঠাত্ই অকাল বৃষ্টি। আর তাতেই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। রবিবার আইপরিএলের ফাইনালে মুখোমুখি হয়েচেন চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। কিন্তু মাঠে নামার সুযোগই এখনও পর্যন্ত পাননি দুই দলের ক্রিকেটাররা। শেষপর্যন্ত কী হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ।

এদিন ভারতীয় সময় সন্ধে ৭.৩০-এ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সন্দে সাতটার সময় নির্ধারিত সূচী অনুযায়ী টস হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ই আবমেদাবাদে অকাল বৃষ্টি।  বজ্র বিদ্যুত সহ অকাল বৃষ্টিতে ক্রিকেটাররা মাঠে নামার কোনও সুযোগই পাননি। আর এমন পরিস্থিতি নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। নির্দারিত সময়ের থেকে দুই ঘন্টা পেড়িয়ে গেলেও এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা। যদিও ম্যাচ করার শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

লিগ টেবিলে শীর্ষস্থানে থেকে শেষ করেছিল গুজরাত টাইটান্স

যদিও আইপিএলের ফাইনালের জন্য একটা রিজার্ভ দিন ব্যবস্তা করে রাখা হয়েছে। এদিন ম্যাচ না হলে সোমবারই হবে আইপিএলের ফাইনাল। যদিও শেষপর্যন্ত একটা মরিয়া চে,্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। এদিন ্বশ্য প্রায় মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন আয়োজকরা। সেক্ষেত্রে নানান সূচীও তৈরি হয়ে গিয়েছে। যদিও প্রতম সময়া ইতিমদ্য়েই পার হয়ে গিয়েছে। এদিন ম্যাচ হলেও আর ২০ ওভারের হওয়ার সম্ভবানা নেই। একইসঙ্গে আরেকটা চিন্চাও দেখা দিয়েছে। যদিও রিজার্ভ ডের দিনও বৃষ্টি হয়, তবে কী হবে। কোন দলকে চ্যাম্পিন করা হবে।

শোনাযাচ্ছে রিজার্ভ ডে-র দিনও যদি বৃষ্টিতে ম্যাচ বেস্তে যায়, তবে গুজরাত টাইটান্সকেই েবারের আইপিএলের চ্য়াম্পিয়ন ঘোষণা করা হবে। এবার লিগ পর্বে শীর্ষস্থানে ছিল গুজরাত টাইটান্স। সেই জ্নযই রিজার্ব ডে-তে ম্যাচ ভেস্তে গেলে গুজরকাত টাইটান্সকেই  চ্যাম্পিয়ন ঘো,ণা করা হবে। যদিও এমনটা যে কোনও দলই চাইবে না তা বলার অপেক্ষা রাখে্ না।

যদিও রবিবার রাত্রি ১২.৬ পর্যন্ত অপেক্ষা করা হবে ম্যাচ হওয়া নিয়ে। তেমনটা না হলে সোমংবার নির্ধারিত সময়ে হবে ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়েই বোঝা যাবে।

The post রিজার্ভ ডে-তেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কোন দল হবে আইপিএল চ্যাম্পিয়ন? appeared first on CricTracker Bengali.

Exit mobile version