BJ Sports – Cricket Prediction, Live Score

রিঙ্কু সিং ভারতীয় দলে ডাক পাবেন, এমনটাই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের

 রিঙ্কু সিং ভারতীয় দলে ডাক পাবেন, এমনটাই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের

#image_title

Irfan Pathan. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৩ তম ম্যাচে গুজরাট টাইটান্সকে (জিটি) ৩ উইকেটে পরাজিত করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ম্যাচে শেষ ওভারের শেষ পাঁচটি বলে পাঁচটি ছয় মেরে কেকেআরকে তাদের দ্বিতীয় জয় এনে দেন রিঙ্কু সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন যে কেকেআরের এই প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় দলে ডাক পাবেন।

ইরফান পাঠান বলেছেন যে নির্বাচকরা দেখেন যে ব্যাটসম্যানের ফিল্ডিং এবং প্রথম শ্রেণীর গড় দেখেন। এই দুই ক্ষেত্রেই রিঙ্কু যে নিজেকে প্রমাণ করেছেন তা বুঝিয়ে দেন তিনি।

ইরফান পাঠান বলেন, “নির্বাচকরা দুটি জিনিস দেখতে চায়; এই ব্যাটার কি একজন ভালো ফিল্ডার? সে একজন অসাধারণ ফিল্ডার। তার প্রথম শ্রেণীর গড় কি ভালো? চল্লিশটি ম্যাচে তার গড় ৬০ (৫৯.৮৯)। তিনি গত বছর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন। তিনি ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন।”

তিনি আরও বলেন, “সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও সে ভালো খেলেছে। তার একটা জিনিসই করা বাকি ছিল; আইপিএলে ভালো পারফরম্যান্স। তিনি যখন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের মোকাবিলা করবেন তখন নির্বাচকরা তার ক্ষমতার উপর আস্থা রাখতে পারবেন। ভবিষ্যতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রিংকু ভারতীয় দলে ডাক পাবেন।”

নিজেদের পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর নিজেদের পরবর্তী ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ১৪ই এপ্রিল, শুক্রবার কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের প্ৰথম দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। তারা শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৮ উইকেটে পরাজিত করেছিল। সেই ম্যাচে শিখর ধাওয়ান বাদে পিবিকেএসের বাকি ব্যাটসম্যানরা তেমন একটা ভালো প্রদর্শন করতে পারেননি। ধাওয়ান ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত ছিলেন। রাহুল ত্রিপাঠি এবং এডেন মার্করামের ১০০ রানের দুর্দান্ত পার্টনারশিপের হাত ধরে খুব সহজেই জয় পেয়েছিল এসআরএইচ। এই মুহূর্তে তারা পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে।

অন্যদিকে নিজেদের প্ৰথম ম্যাচে পিবিকেএসের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর টানা দুটি ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি করে কেকেআর। এই মুহূর্তে তারা চতুর্থ স্থানে রয়েছে। আজকের ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

The post রিঙ্কু সিং ভারতীয় দলে ডাক পাবেন, এমনটাই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের appeared first on CricTracker Bengali.

Exit mobile version