BJ Sports – Cricket Prediction, Live Score

“রাহুল দ্রাবিড় প্রস্তুতিতে খুব জোর দেন” – রবিচন্দ্রন অশ্বিন

 “রাহুল দ্রাবিড় প্রস্তুতিতে খুব জোর দেন” – রবিচন্দ্রন অশ্বিন

#image_title

Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

আর কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা প্ৰথমে ২টি টেস্ট ম্যাচ খেলবে এবং তারপর যথাক্রমে ৩টি ওডিআই ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে। বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে এই তিনটি সিরিজে অবশ্যই তারা নিজেদের পারফরম্যান্সের উন্নতি করতে চাইবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে খেলতে দেখা যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অশ্বিনকে প্ৰথম একাদশের বাইরে রেখেছিল ভারত। ফাইনাল ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার কাছে তারা ২০৯ রানে পরাজিত হয়েছিল। অশ্বিনকে না খেলানোর জন্য ভারতীয় দলকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারকে বাদ দিয়ে ডব্লুটিসির ফাইনালে ভারতের খেলতে নামাকে অনেকেই ভালো চোখে দেখেননি।

রবিচন্দ্রন অশ্বিনের মতে, ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় প্রস্তুতির ক্ষেত্রে কোনো খামতি রাখতে চান না। সেই কারণেই টেস্ট সিরিজ শুরু হওয়ার অনেকদিন আগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে ভারতীয় দল।

রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “জেট ল্যাগ থেকে মুক্তি পেতে আমাদের প্রস্তুতি জন্য আমরা ১০ দিন আগে চলে এসেছি। আমাদের কোচ রাহুল দ্রাবিড় প্রস্তুতির উপর খুব জোর দেন। আমরা যদি প্রস্তুতির যত্ন নিতে পারি তাহলে বাকি জিনিস এমনিতেই যত্ন পাবে।”

“ভারতীয় শিবিরে অনেক নতুন এবং প্রতিভাবান খেলোয়াড়রা আছেন” – রবিচন্দ্রন অশ্বিন

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। রবিচন্দ্রন অশ্বিন নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে জয়দেব উনাদকাট প্ৰথম এগারোয় সুযোগ পেতে চলেছেন। এছাড়াও তিনি মুকেশ কুমারের নাম উল্লেখ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ আমরা চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে রুতুরাজ গায়কওয়াড়কে এবং রাজস্থান রয়্যালসের (আরআর) হয়ে যশস্বী জয়সওয়ালকে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে দেখেছিলাম। তারাও প্ৰথম একাদশে সুযোগ পেতে পারেন।

রবিচন্দ্রন অশ্বিন বলেন, “ভারতীয় শিবিরে অনেক নতুন এবং প্রতিভাবান খেলোয়াড়রা আছেন। আমাদের দলে মুকেশ কুমার আছেন এবং আমার মনে হয় জয়দেব উনাদকাট এই সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুবই উত্তেজনাপূর্ণ সময়।”

The post “রাহুল দ্রাবিড় প্রস্তুতিতে খুব জোর দেন” – রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version