BJ Sports – Cricket Prediction, Live Score

রানে ফিরতে মরিয়া আন্দ্রে রাসেল, ইডেনে জোরকদমে প্রস্তুতিতে নাইট বাহিনী

 রানে ফিরতে মরিয়া আন্দ্রে রাসেল, ইডেনে জোরকদমে প্রস্তুতিতে নাইট বাহিনী

#image_title

Andre Russell. ( Photo Source: Twitter )

আইপিএলের মঞ্চে তিন ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের প্রধান আকর্ষণ আন্দ্রে রাসেলের ব্যাট থেকে রানের ঝড় দেখা যায়নি। প্রথম ম্যাচ বা দ দিলে কোনও ম্যাচে্ই আন্দ্রে রাসেল সফল হননি। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল কলকা্তা নাইট রাইডার্স। সেখানেও মাত্র এক রানেই ফিরতে হয়েছেন নাইট শিবিরের এই ক্যারিবিয়ান তারকাকে।  আইপিেলের মঞ্চে বড় রানে ফিরতে মরিয়া হয়ে  উঠেছেন তিনি। শুক্রবার সানরাইজার্য় হায়দরাবাদের বিরুদ্ধে  নামছে কলকাতা নাইট রাইডার্স।তার আগে আন্দ্রে রাসেলের সেই মরিয়া চেষ্টার ছবিটাই ধরা পড়ছে।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের পর কয়েকটা দিন সময় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে তারা। ইডেনের পরিসংখ্যান বলছে যে সানরাইজার্স হায়দরাবাদের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই এবার রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন আন্দ্রে রাসেলও। অন্তত ইডেন গার্ডেন্সে শেষ দুদিনের প্রস্তুতিতে সেই ছবিই ধরা পড়ছে। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আেগেও ইডেন গার্ডেন্সে আন্দ্রে রাসেলকে দেখা গেল জোর কদমে প্রস্তুতি সারতে।

এখনও পর্যন্ত নাইট রাইডার্সের হয়ে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল

বৃহস্পতিবার ছিল শেষ মুহর্তের ড্রেস রিহার্সাল। সেখানেই সবার আগে এদিন মাঠে নেমেছিলেন আন্দ্রে রাসেল। মাঠে নেমে প্রথমে আলাদা প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। একের পর এক থ্রো ডাউনের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে এই তারকা ক্রিকেটারকে। সেইসঙ্গে নাইট রাইডার্সেরে তিন স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং সূয়স শর্মাদের বিরুদ্ধেও দীর্ঘক্ষণ প্রস্তুতি সেরেছিলেন তিনি। সেখানেও বড় শটের পাশাপাশি আপও নানান শটও খেলার প্রস্তুতি্ সেরেছেন আন্দ্রে রাসেল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রান পাওয়াই যেন এখন পাখির চোখ এই এই ক্যারিবায়ন তারকার।

গতম্যাচের নায়ক রিঙ্কু সিং যে এই ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।  প্রস্তুতিতে নামার আগে কোচের সঙ্গে নানান আলোচনাও করতে দেখা গিয়েছে তাঁকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের দিন রাতেই কলকাতায় নাইট শিবিরে যোগ দিয়েছিলেন লিটন দাস। নাইট রাইডার্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি সারছেন তিনিও। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।

ইডেনের পিচে সম্প্রতি রান তাড়া করে জেতার পরিসংখ্যানই বেশী। যদিও ঘরের মাঠে  কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট কী পরিকল্পনা করেছে তা তো সময়ই বলবে। শেষ মুহূর্তের ড্রেস রিহার্সাল হয়ে গিয়েছে। এখন শুধুই এডেন মার্করামদের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় কলকাীতা নাইট রাইডার্স শিবির।

The post রানে ফিরতে মরিয়া আন্দ্রে রাসেল, ইডেনে জোরকদমে প্রস্তুতিতে নাইট বাহিনী appeared first on CricTracker Bengali.

Exit mobile version