BJ Sports – Cricket Prediction, Live Score

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গো গ্রীন জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

 রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গো গ্রীন জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

#image_title

RCB GO GREEN. ( Photo Source: RCBtweets )

২০১১ সাল থেকে আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গো গ্রীণ অভিযান সুরু হয়েছে। পরিবেশ স্বচ্ছতা এহং প্রকৃতির প্রতি আরও রক্ষণশীন হওয়ার বার্তা দিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অভিযান শুরু হয়েছিল। এবারের আইপিএলও তার অন্যথা  হচ্ছে না। আগামী ২৩ এপ্রিল আইপিেলের মঞ্চে নতুন জার্সিতে দেখা যেতে চলেছে বিরাট কোহলি, পাপ ডুপ্লেসিদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবুজ জার্সিতে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি সহ সকলে। পরিবেশকে বাঁচানোর বার্তাই দিতে চলেছেন তারা।

প্রতিবারই আইপিএলের মঞ্চে এই জার্সিতে মাঠে নামতে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের। আগামী ২৩ এপ্রিল আইপিএলের ৩২ তম ম্যাচে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ্মযাচেই তাদের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামতে চলেছেন রাজস্থান রয়্যালস। সেখানেই বিরাট কোহলিদের গায়ে দেখা যাবে সবুজ জার্সি। বৃহস্পতিবার সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ছবি দেখার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যদিও একনও বেশ কয়েকটি দিন দেরী রয়েছে বিরাট কোহলিদের গো গ্রীম অভিযান শুরু হতে।

২০১১ সাল থেকে গো গ্রীণ অভিযান শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

এবারের আইপিএলের শুরুটা বেশ ভালভাবেই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই যেন বদলে গিয়েছিল ছবিটা। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে নেমে্ছিল তারা। সেখানেই লকনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুর্ধর্ষ পারফরম্যন্স সেই ম্যাচে দেখিয়েছিলেন বিরাট কোহলি থেকে ফাফ ডুপ্লেসিরা। বিরাট রানো তৈরি করেছিলেন তারা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হাড্ডহাড্ডি সেই লড়াইয়ে শেষপর্যন্ত হারতেই হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

যদিও এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি এবং পাপ ডুপ্লেসি। হাতে এখনও অনেকগুলো ম্যাচই বাকি রয়েছে তাদের। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেনন, সেখানে যে তারা শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।  এবারের আইপিএলে গো গ্রীন জার্সিতেই আইপিেলের মঞ্চে নতুন অভিনবত্বের ছোঁয়া দিতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় খানিকটা নীচের  দিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে তারা। শেষপর্যন্ত এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

The post রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গো গ্রীন জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু appeared first on CricTracker Bengali.

Exit mobile version