Irfan Pathan. (Photo Source: Twitter)
জমজমাট এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামবে ভারত ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তারই মাঝে এবারের বিশ্বকাপের মঞ্চে অভিষেক হওয়া সেরা পাঁচ ক্রিকেটারকে হছে নিলেন ইরফান পাঠান। সেখানেই রাচিন রবীন্দ্র ও স্রেয়স আইয়ারকেই প্রথম দুইয়ে রাখলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাদের পারফরম্যান্স দেখার পরই যে এমন ভাবনা তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ থেকেই রাচিন রবীন্দ্র অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন। শেষের দিকেও নিউ জিল্যান্ডের খাপার সময় হাল ধরেছেন তিনি। সেমিফাইনালের পথে পৌঁছতে নিউ জিল্যান্ডের অন্যতম প্রধান কারিগড় যে তিনি চিলেন তা বলার অপেক্ষা রাখে না। চলতি বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচ থেকেই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে প্রাক্তন এই ভারতীয় তারকা ক্রিকেটারের।
এবারের বিশ্বকাপের ম়্চে ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরী করা হয়ে গিয়েছে রাচিন রবীন্দ্রর। সেইসঙ্গে অর্ধশতরানের ইনিংসও খলেছেন তিনি। সেমিফাইনালের মঞ্চে সেই পারফরম্যান্স ধরে রাখলে যে ভারতীয় দল বেকায়দায় পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সকলের সঙ্গে সেটা দেখার অপেক্ষায় যে ইরফান পাঠানও রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তবে ইরফান পাঠানের মতে এবারের বিশ্বকাপে অভিষেক হওয়ার ক্রিকেটারদের মধ্যে পারফরম্যান্সের বিচারে রাচতিন রবীব্দ্রকেই সবার ওপরে রাখছেন ইরফান পাঠান।
একইসঙ্গে দুই নম্বরে রেখেছেন শ্রেয়স আইয়ারকে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার । এবারের বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার সেঞ্চুরী করেছেন শ্রেয়স আইয়ার। এটাই তাঁর কেরিয়ারের প্রথম ওডিআই বিশ্বকাপ। শুধুমাত্র শে, ম্যাচই নয় , দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে অর্ধসথরান করেছিলেন তিনি।
২০২৩ বিশ্বকাপ অভিষেক হওয়া ইরফান পাঠানের সেরা পাঁচ ক্রিকেটার
রাচিন রবীন্দ্র
শ্রেয়স আইয়ার
মার্কো য়্যানসেন
আজমতউল্লাহ ওমরজাই
দিলশন মদুশঙ্কা
এই দুই ক্রিকেটার ছাড়া ইরফান পাঠান বেছে নিয়েছেন মার্কো য়্যানসেন, আজমতউল্লাহ ওমরজাই এবং দিলশন মদুশঙ্কাদের মতো ক্রিকেটারদের। ইরফান পাঠানের মতে এই রাঁচ ক্রিকেটারই তাদের অভিষেক বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। শ্রেয়স আইয়ার ও রাচিন রবীন্দ্র বাদে বাকিরা সকলেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন। এই দুই তারকা লড়াইয়ে সেরা কে হতে পারেন সেটাই দেখার।
The post রাচিন রবীন্দ্র, শ্রেয়সকে রেখে বিশ্বকাপে অভিষেক হওয়া সেরা পাঁচ বাছলেন ইরফান পাঠান appeared first on CricTracker Bengali.