Aakash Chopra. (Photo Source: Instagram)
ভারতীয় দলের হয়ে গত দুই মরসুম ধরেই ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন রবীন্দ্র জাদেজা। বিশেষ করে টেস্টের মঞ্চে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন এই তারকা ক্রিকেটার। এই মুহর্তে বিশ্বের সেরা টেস্ট অল রাউন্ডার তিনি্। কেন আইসিসি সেই তকমা তাঁকে দিয়েছে সেটাফের একবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নেমে বুঝিয়ে দিয়েচেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাঁর সেঞ্চুরী না পাওয়াটাই হতাশ করছে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে। রবীন্দ্র জাদেজাকে সেঞ্চুরী না পেতে দেখেই হতাশ হয়েছেন তিনি।
ঘরের মাঠে কয়েক মাস আগেই বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল ভারতীয় দল। সেই সিরিজ জয়ের পিছনে রবিচন্দ্রন অশ্বিনের পাশে ভারতীয় দলের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর অল রাউন্ড পারফরম্যান্স দিয়ে বারবার ভারতকে জয়ের রাস্তায় এগিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তার অন্যথা হয়নি। বিরাট কোহলির সঙ্গে দেড়শো রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন তিনি। সেই ম্যাচে অর্ধশতরান পেলেও সেঞ্চুরী করতে পারেননি রবীন্দ্র জাদেজা।
প্রথম ইনিংসে ৬১ রানেি সাজঘরে ফিরে যেতে হয়েছে রবীন্দ্র জাদেজাকে
এই তারকা ক্রিকেটারের ব্যাটে সেঞ্চুরী না দেখতে পেয়ে খানিকটা হতবাকই হয়েছিলেন আকাশ চোপড়া। তাঁর মতে এই ম্যাচে রবীন্দ্র জাদেজার শতরান পাওয়াটা একেবারেই উচিত্ ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬১ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। প্রশংসার সুরই শোনাযাচ্ছে সকলের মুখ থেকে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। তবে আকাশ চোপড়ার আফসোস কিন্তু একেবারেই মিটছে না।
প্রাক্তন ক্রিকেটারআকাশ চোপড়া জানিয়েছেন, “বিরাট কোহলির সঙ্গে সেই সময় ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু আমি অবাক হয়েছিলাম যে তিনি সেঞ্চুরী করতে পারলেন না। আমি ভেবেছিলাম যে তিনি সেঞ্চুরীর জন্য একেবারে সেট হয়ে গিয়েছেন। শেষ দুই বছরের দিকে যদি তাকতানো যায়, রবীন্দ্র জাদেজা কিন্তু ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরমন্যান্স দেখিয়েছিলেন। ছয় নম্বর কিংবা তার নীচের পজিশনে ব্যাটিং করতে নামা ক্রিকেটারদের পজিশনে কিন্তু দ্বিতীয় সেরার জায়গায় রয়েছেন তিনি। যদিও এই মুহূর্তে তাঁর বোলিং নিয়ে আমরা কথা বলছি না”।
এই ম্যাচে ভারতের বড় রানের পথে এগনোর ক্ষেত্রেও যে রবীন্দ্র জাদেজার অবদান অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। ৬১ রানের পাশাপাশি বিরাট কোহলির সঙ্গে ১৫৯ রানের পা্র্টনারশিপ তৈরি করেছিলেন রবীন্দ্র জাদেজা।
The post রবীন্দ্র জাদেজার সেঞ্চুরী না পাওয়া নিয়ে হতাশ আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.