BJ Sports – Cricket Prediction, Live Score

রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স চেন্নাইয়ে ধোনিকে সাহায্য করবে, মনে করছেন সুরেশ রায়না

 রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স চেন্নাইয়ে ধোনিকে সাহায্য করবে, মনে করছেন সুরেশ রায়না

#image_title

Ravindra Jadeja. (Photo Source: IPL/BCCI)

এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতীয় দলের। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পরই রয়েছে একদিনের সিরিজ। এরপরই আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। সেখানেই  চেন্নাই সুপার কিংসের হয়ে রবীন্দ্র জাদেজার সাফল্যের ব্যপারে আশাবাদী প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর মতে যে ফর্মের মধ্যে দিয়ে রবীন্দ্র জাদেজা যাচ্ছে, আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনি তাঁর থেকে অনেক সাহায্য পাবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরেইকার্যত অজিদের বিরুদ্ধে ২-০-এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচেই জাড্ডুর স্পিনের জাদুতে কুপোকাত হয়েছে অজি বাহিনী। আইপিএল শুরু হতে আর বাকি রয়েছে একমাস। এই ফর্ম সেখানেও থাকলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই যে সাফল্যের রাস্তায় দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্ট মিলিয়ে ১৭ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা

টেস্টের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে রবীন্দ্র জাদেজার। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজেও প্রত্যাবর্তন হয়েছে রবীন্দ্র জাদেজার। ব্যাট এবং বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে অপ্রতিরোধ্য রবীন্দ্র জাদেজা। দিল্লি টেস্টেও পিছিয়ে থেকে এই রবীন্দ্র জাদেজার হাত ঝরেই জয়ের সরণীতে ফিরেছিল ভারতীয় দল। তাঁকে নিয়ে এবার আত্মবিশ্বাসের সুর শোনা গেল সুরেশ রায়নার মুখেও।

স্পোর্টসকিডা কে দেওয়া এক সাক্ষাতকারে সুরেশ রায়না জানিয়েছেন, “স্যার জাদেজা বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই তাঁর প্রতিভা প্রদর্শন করেছেন। আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনি তাঁর থেকে অনেক বেশী সাহায্য পাবেন। তিনি দীর্ঘদিন রিহ্যাবের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন জাদেজা যেমন শারীরিকভাবে ফিট, তেমনই শক্তিশালী দেখাচ্ছে তাঁকে। তিনি যখন চিপকের স্টেডিযামে যাবেন সেই সময় সমর্থকরা যেমন ধোনির হয়ে গলা ফাটাবেন, তাঁর হয়েও সমর্থন দেখাবেন”।

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে একাই ৭ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন এই রবীন্দ্র জাদেজা।  এথনও পর্কযন্ত দুটো টেস্টে একাই ১৭টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গে ব্যাট হাতে রয়েছে একটি ৭০ রানের দুরন্ত ইনিংস। প্রথম ম্যাচে জাদেজার সেই ব্যাটিং ইনিংসটাই ভারতের জয়ের অন্যতম প্রধান চাবিকাঠি ছিল। আইপিএল শুরু হলে চেন্নাইয়ের জার্সিতেও জাদেজার হাত থেকে এমনই পারফম্যান্সের প্রত্যাশায় সুরেশ রায়না।

The post রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স চেন্নাইয়ে ধোনিকে সাহায্য করবে, মনে করছেন সুরেশ রায়না appeared first on CricTracker Bengali.

Exit mobile version