BJ Sports – Cricket Prediction, Live Score

রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সামনে ধরাশায়ী হল সানরাইজার্স হায়দ্রাবাদ

 রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সামনে ধরাশায়ী হল সানরাইজার্স হায়দ্রাবাদ

#image_title

Ravindra Jadeja. (Photo Source: CSK/Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৯ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) একে অপরের মুখোমুখি হয়েছে। প্ৰথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করেছে এসআরএইচ। রবীন্দ্র জাদেজার অসাধারণ বোলিংয়ের সামনে পুরোপুরিভাবে ধরাশায়ী হয় সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা মিলে প্ৰথম উইকেটে ৩৫ রানের পার্টনারশিপ করেন। ব্রুক ১৩ বলে ১৮ রান করে আকাশ সিংয়ের বলে আউট হন। তারপর রাহুল ত্রিপাঠির সঙ্গে মিলে ৩৬ রানের পার্টনারশিপ করেন অভিষেক। এরপর থেকেই শুরু হয় সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং বিপর্যয়। সেট ব্যাটসম্যান অভিষেক শর্মা ২৬ বলে ৩৪ রান করে আউট হন। তিনিই আজকের ম্যাচে এসআরএইচের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। তিনি রবীন্দ্র জাদেজার বলে অজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর আরেকজন সেট ব্যাটারের উইকেট নেন রবীন্দ্র জাদেজা। রাহুল ত্রিপাঠি ২১ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মায়াঙ্ক আগরওয়াল ৪ বলে মাত্র ২ রান করে আউট হন। এমএস ধোনি এই উইকেটটি নিতে জাদেজাকে সাহায্য করেন। জাদেজার বল মিস করার পর ধোনির দ্রুতগতির স্টাম্পিংয়ের শিকার হন মায়াঙ্ক। আকাশ সিং এবং মাথিশা পাথিরানা যথাক্রমে ৩ ওভারে ১৭ রান এবং ৪ ওভারে ২২ রান দিয়ে ১ করে উইকেট নেন। মহেশ থিকশানা ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।

লক্ষ্যের দিকে খুব ভালোভাবেই এগোচ্ছে চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার মিলে ৮৭ রানের পার্টনারশিপ করেন। দুর্ভাগ্যবশত, উমরান মালিকের হাতে লেগে বল উইকেটে লাগে এবং রুতুরাজ গায়কওয়াড় রান আউট হয়ে যান। রুতুরাজ ৩০ বলে ৩৫ রান করেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে এবং অজিঙ্কা রাহানে।

এসআরএইচের বোলাররা যদি পরপর বেশ কয়েকটি উইকেট ফেলতে না পারে তাহলে এই ম্যাচটি খুব সহজেই জিতে যাবে মহেন্দ্র সিং ধোনির দল। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে নবম স্থানে রয়েছে এডেন মার্করামের দল। তারা এখনও অবধি ২টি জয় পেয়েছে। অন্যদিকে, পয়েন্ট তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা এখনও অবধি ৩টি জয় পেয়েছে।

The post রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের সামনে ধরাশায়ী হল সানরাইজার্স হায়দ্রাবাদ appeared first on CricTracker Bengali.

Exit mobile version