Rohit sharma & Ravindra Jadeja. ( Image Source: BCCI)
ইন্দোরে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে হারের পরই ভারতীয় দলকে নিয়ে সমালোচনায় মুখ হয়েছিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলের অতি আত্মবিশ্বাসী হওয়ারই মন্তব্য করেছিলেন রবি শাস্ত্রী। সুযোগটা খুঁজছিলেন রোহিত শর্মাও। বৃহস্পতিবার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোহিত শর্মা। সেখানেই প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় দলের ৯ উইকেটে হারের পরই সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। সেই সুরেই সুর মিলিয়েছিলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এত বড় হারের পিছনে প্রধান কারণ ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচ জেতার পরই নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল ভারতীয় দল। আর তারই ফল যে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে হেরে তাদের পেতে হয়েছে, সেই কথা বলতে কোনও দ্বিধা করেননি রবি শাস্ত্রী। কয়েকদিনের মধ্যেই পাল্টা জবাবটা দিয়ে দিলেন রপোহিত শর্মা।
ইন্দোর টেস্টে হারের পরই রোহিত শর্মাদের সমালোচনায় সরব হয়েছিলেন রবি শাস্ত্রী
চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে এই মন্তব্য পাল্টা মন্তব্য যে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। রবি শাস্ত্রীর অতিরিক্ত আত্মবিশ্বাসের মন্তব্যকে কার্যত নস্যাত্ করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে দলের ভিতরে কী চলছে সেই সম্বন্ধে বাইরে যারা রয়েছেন তাদের কোনও ধারণাই নাকি থাকে না। রবি শাস্ত্রীর এমমন মন্তব্য যে একেবারেই ভিত্তিহীন তা বলতে কোনও দ্বিধা করেননি রোহিত শর্মা।
ম্যাচের আগের দিন রোহিত শর্মা জানিয়েছেন, সত্যি কথা বলতে কী যখন পরপর দুই ম্যাচে জিতে তুমি এগিয়ে থাক, সেই পরিস্থিতিতে কেউ যদি বাইরে থেকে বলে যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী, আমার কাছে তা একেবারেই ভিত্তিহীন। কারণ সলকলেই এই চারটি ম্যাচেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চায়। কেউই দুই ম্যাচ জিতে যাওয়ার পর থেমে থাকতে চাইবে না। এটা খুবই সাধারণ একটা ব্যপার। বিশেষ করে যারা দলের সঙ্গে যুক্ত নন তারা এই ধরণের কথা যখন বলে থাকে, তারা কেউই ওয়াকিবহাল থাকেন না যে ড্রেসিংরুমের অন্দরে কী কথাবার্তা চলছে এবং কী হয়ে চলেছে।
ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। ন্যাথান লিয়ন, ম্যাথু কুহ্নেম্যানের দাপটের সামনে শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটাররা। আহমেদাবাদে এবার নামতে চলেছে ভারতীয় দল। সেই টেস্ট ম্যাচ জিতে ভারত সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র যোগার করতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post রবি শাস্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.