তাঁর হাতে বল থাকলে যে প্রতিপক্ষ শিবির কখনোই স্বস্তিতে থাকতে পারে না তা ফের একবার বুঝিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে তাঁকে না রাখাটা যে একটা বড় ভুল ছিল সেই তারও জবাব দিয়ে দিয়েছেন তিনি। সরাসরি না বললেও এদিন পরণ মাম্বরের কথাতে একরকম তা স্পষ্ট। ম্যাচ শেষে রবিচন্দ্রন অশ্বিনকে একজন সেরা ম্যাচ উইনার বললেন পরশ মাম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ের কোনও জবাবই ছিল না এদিন। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরী ইনিংস বাদ দিলে ভারতীয় দলের জয়ের নেপথ্য কারিগড় তো এই রবিচন্দ্রন অশ্বিনই।
প্রথম ইনি্ংসের পর দ্বিতীয় ইনিংসেও সেই রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরেই তাসের ঘরের মতো ভেঙে ক্যারিবিয়ান ব্রিগেডকে ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের শিকার ছিল পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছেন ৭ টি উইকেট। আর তাতেই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা একেবারে পাকা হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন।
অনিল কুম্বলের এক টেস্টে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
ভারতের লিডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইটা করার চেষ্টা করলেও রবিচন্দ্রন অশ্বিনের সামনে দাঁড়াতেই পারেননি তারা। শুরু থেকেই মাঠে ছিল রবিচন্দ্রন অশ্বিনের দাপট। একের পর এক তারকা ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন একাই অশ্বিন। একাই তুলে নেিয়েছিলেন সাত উইকেট। সেইসঙ্গেই ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। সেই অশ্বিনকেই এবার ম্যাচ শেষে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে।
তিনি জানিয়েছেন, “একটি দল হিসাবে আমরপা বুঝতে পারছি যে রবিচন্দ্রন অশ্বিন দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার মতে তিনি হলেন ভারতের অন্যতম সেকরা একজন ম্যাচ উইনার। খুব কমই তাঁর মতো ম্যাচ উইনার এই মুহূর্তে রয়েছেন। যতগুলো ম্যাচ তিনি আমাদের জিততে সাহায্য করেছেন, তা নিয়ে আর কী বলব আমি”।
এই ম্যাচেই একাধিক রেকর্ডও ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। অনিলস কুম্বলের ভারতীয় হিসাবে একটি টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড যেমন ছুঁয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ উইকেট নেওয়ার নীরিখে টপকে গিয়েছেন হরভজন সিংও। দ্বিতীয় টেস্টেও অশ্বিনের স্পিনের জাদু অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।
The post রবিচন্দ্রন অশ্বিনকে সেরা ম্যাচ উইনারের তকমা পরশ মাম্বরের appeared first on CricTracker Bengali.