BJ Sports – Cricket Prediction, Live Score

রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন সৌরভ গঙ্গোপাধ্যায়

 রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন সৌরভ গঙ্গোপাধ্যায়

#image_title

Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ দেখে কিন্তু সকলেই বেশ চমকে গিয়েছে। বর্ডার গাভাসকর ট্রফিতে য়ে অশ্বিন ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েচিল তাঁকেই এবার দবল থেকে বাদ রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  রবিচন্দ্রন অশ্বিনকে  ভারতীয় দলের বািরে রাখার সিদ্ধান্তটাই যেন মেনে নিতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ওভালের পিচ দেখার পরই এদিন প্রথম একাদশ বেথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক এহং কোচ। সেখানেই চারজন সিমারে খেলার সিদ্দান্ত নিয়েছিল তারা। একজন স্পিনার হিসাবে এই দলে রবীন্দ্র জাদেজাকেই দলে রাখা হয়েছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এক একজন অধিনায়কের আসাদা আসাদা মত হতেই পারে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের মতো দক্ষ বোলারকে  দলের বাইরে রাখাটা অনেকটাই ঝুঁকি পূর্ণ বলে মনে করছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের

অস্ট্রেলিয়ার বি্রুদ্ধে শেষবার বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল ভারতীয় দল। সেখানেও রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দাপুটে পারফরম্যান্স দেখা গিয়েছিল। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিকও ছিলেন এই তারকা ক্রিকেটার। শুদুমাত্র তাই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মনঞ্চে ভারতীয়হিসাবে সর্বোচ্চ উিকেও রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতেই। এই ম্যাচ শুরু হওয়ার আগে তাঁকে নিয়েও নানািন আলোচনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত অশ্বিনকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “য়দি আমায় জিঞ্জাসা করা হয়, তবে বলব প্রতিটি অধিনায়কই আলাদা। রোহিত শর্মা আলাদা এবং আমিও আলাদাভাবেই সবকিছু ভাবি। সেখানেই রবিচন্দ্রমন অশ্বিনের মতো দক্ষত স্পিনারকে ভারতীয় দলের বাইরে রাখার মতো সিদ্ধান্তটা আমি মনে করি অত্যন্ত কঠিন একটা ব্যপার”।

েই ইংল্যান্ডের ৭ ম্যাচে ১৮টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। যদিও এই ইংল্যান্ডেই পরে ২০২১-২২ সালের টেস্ট সিরিজে খেলেননি রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় বোলার হিসাবে ৬০টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। শুধুমাত্র তাই নয় এই মুহর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ১০০টি উইকেটও রয়েছে তাঁর। কিন্তু তাঁকে ছাড়াই শেষপর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

The post রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.

Exit mobile version