Ravichandran Ashwin. (Photo Source: BCCI)
গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে থাকলেও এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই প্রতম একাদশ সাজিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জায়গায় শার্দূল ঠাকুরকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েকদিন ধরেই রবিচন্দ্রন অশ্বিনকে এই ্ময়াচে দেখা যাবে কিনা তা নিয়ে নানান আলোতনা চলছিল। শেষপর্যন্ত একজন স্পিনার নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ওভালের পিচ দেখার পরই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়ার বি্রুদ্ধে শেষবার বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল ভারতীয় দল। সেখানেও রবিচন্দ্রন অশ্হিন এবং রবীন্দ্র জাদেজার দাপুটে পারফরম্যান্স দেখা গিয়েছিল। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিকও ছিলেন েই তারকা ক্রিকেটার। শুদুমাত্র তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মনঞ্চে ভারতীয়হিসাবে সর্বোচ্চ উিকেও রয়েছে রবিচন্গদ্রন অশ্বিনের ঝুলিতেই। এই ম্যাচ শুরু হওয়ার আগে তাঁকে নিয়েও নানািন আলোচনা চলছিল। কিন্তু শেষপর্যন্ত অশ্বিনকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১০০টির ওপর উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের
এদিনই পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে আইসিসি প্রতিযোগিতার ফািনালে নেমেছিলেন রোহিত সর্মা। রোহিত শর্মার স করতে আসার সময় থেকেই সকলের নজর ছিল একদিনেই। ভারতীয় দলের প্রথম েকাদশ কী হবে সেদিকেই চিল সকলের নজর। টসের পরি সেই কথা জানিয়েছিলেন রকোহিত শর্মা। রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই য়ে ভারতীয় দল মাঠে নামছে সেই কথা জানাতে কোনওরকম দ্বিধা করেননি তিনি। সেই সিদ্ধান্ত নেও.য়া যে অত্যন্ত কঠিন ছিল তাদের কাছে সেই কথাও মেনে নিয়েছেন রোহিত শর্মা। যদিও শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত নিতেই হয়েছিল তাদের।
টস জেতার পর রোহিতক শর্মা জানিয়েছিলেন, “এখানে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং সবসময়ই ওপরের দিকে থাকতে হবে। এদজিন দলে রয়েছেন চতারজন সিমার এহং একজন স্পিনার। সেই একজন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিনকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটা সবসময়ই যথেষ্ট কঠিন। বহু বছর ধরেই ভারতীয় দলে তিনি একজন ম্যাচ উইনারের ভূমিকা পালন করে আসছেন। কিন্তু যেটা দলের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন, সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছিলাম”।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় বোলার হিসাবে ৬০টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। শুধুমাত্র তাই নয় এই মুহর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ১০০টি উইকেটও রয়েছে তাঁর। কিন্তু তাঁকে ছাড়াই শেষপর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
The post রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার কারণ জানালেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.