Sachin Tendulkar. (Photo Source: Gettyimages)
দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। ওভালে ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে বিরাট ব্যবধানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। কার্যত এক তরফা লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এঁটেই উঠতে পারেনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ম্যাচ চলাকালীনই ভারতীয় দলের নানান সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এবার প্রশ্ন তুললেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের ভারতীয় দলে না থাকা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে থেকেই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো নিয়ে শুরু হয়েছি নানান জল্পনা। যদিও শেষপর্যন্ত তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শার্দূল ঠাকুরকেই প্রথম একাদশে রাখা হয়েছিল। তিনিও অবশ্য ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু অশ্বিনের না থাকাটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা টেস্ট স্পিনার তিনি। তাঁকে বাইরে রেখে দল গড়াটাই সচিন তেন্ডুলকরকে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১০০ টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের
একইসঙ্গে প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে যেভাবে ব্যৈাটিং করা প্রয়োজন ছিল ভারতীয় ব্যাটারদের। সেভাবে করতে পারেনি তারা। সেইসঙ্গে একেবারে যে তারা সুযোগ পাননি তাও নয়। কিন্তু তা কাজ লাগাতে ব্যর্থি হয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। তবে সবচেয়ে বেশী রবিচন্দ্রন অশ্বিনের ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন সচিন তে্ডুলকর। শুধু তিনিই নন, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সচিন তেন্ডুলকর টুইট করে লিখেছেন, “এই ম্যাচে টিকে থাকার জন্য ভারতীয় দলকে প্রথম ইনিংসে বিরাট পারফরম্যান্স করার প্রয়োজন ছিল। কিন্তু তারা সেই কাজটা করকে দেখাতে পারেননি। সেখানে ভারতীয় দলের জন্য বেশ কিছু ভাল মূহূর্তও তৈরি হয়েছিল। কিন্তু সেই জায়গা গুলোওকাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছেন। তবে ভারকতীয় দলের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার বিষয়টা এখনও পর্যন্ত সেভাবে বুঝতে পারনাম না। এই মুহূর্তে টেস্টের মঞ্চে এক নম্বর বোলার তিনি”।
ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসেই বিরাট রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ৪৬৯ রান তাড়া করতে নেমেই তাের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। সেখানেই পিছিয়েপড়েছিল ভারতীয় দল। আর সেটাই যে ভারতীয় দলের হারের অন্যতম কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না।
The post রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে প্রশ্ন তুললেন সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.