ঘরের মাঠে রঞ্জি ফাইনাল খেলছে মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত বহু বিশিষ্টজন। এদিন দেখা গেল সচিন তেন্ডুলকারও চলে এসেছেন ফাইনাল দেখতে। সদ্য সমাপ্তি ঘটেছে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের। ঘরের মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। উপস্থিত ছিলেন দিলীপ বেঙ্গসরকরের মতো প্রাক্তন তারকারাও। উপস্থিত আরেক প্রাক্তন ভূয়সী প্রশংসা করলেন শ্রেয়সের ইনিংসের। তিনি আবার আইপিএলে শ্রেয়সের কোচও। চন্দ্রকান্ত পন্ডিত। কলকাতা নাইট রাইডার্সে বর্তমানে দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ণ এই প্রাক্তন।
শ্রেয়স বিশেষ রান পাননি সেমিফাইনালে। ব্যর্থ হয়েছেন ফাইনালের প্রথম ইনিংসেও। কিন্তু অবশেষে ফাইনালের মঞ্চে নিজের জাত চেনালেন কলকাতার অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে শ্রেয়স যেভাবে ব্যাটিং করে গেলেন তা বেশ নিশ্চিন্তই করবে কেকেআর কোচকে। গতবার চোটের কারণে পুরো আইপিএল মরসুমটাই বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি চলে আসায় এবার কেকেআরের ব্যাটিং শক্তি আরো কিছুটা বাড়বে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের এই ব্যাটার যে ইনিংসটা খেলেছেন তার জন্য ঢালাও প্রশংসা বরাদ্দ ছিল চন্দ্রকান্ত পণ্ডিতের তরফে। কেকেআর কোচ এই প্রসঙ্গে একটি বিবৃতিতে বলেন, ‘ বর্তমানে শ্রেয়সের যা পরিস্থিতি, তাতে এই ইনিংসটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও এটা সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট। তবু ওর ব্যাটিং দেখে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিছু মাস আগে বিশ্বকাপ সেমিফাইনালের কথা মনে পড়ে যাচ্ছিল। যদিও এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। তবুও সেই ম্যাচেও ও এই একই রকম স্পেলে ব্যাটিং করছিল।’
তিনি বিশ্বকাপের পাশাপাশি শ্রেয়সের বর্তমান ফর্মেরও প্রশংসা করে বলেন, ‘শ্রেয়স দুর্দান্ত ব্যাটিং করে। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে শেষ কয়েকটা ম্যাচে ও বিশেষ বড় রান করতে পারেনি। ওর ইনিংসে দশটা বাউন্ডারি আর ৩টে ছয় প্রমাণ করে দিয়েছে যে ও একেবারে ভয়ডরহীন ব্যাটিং করেছে। নিজের ব্যাটিং স্টাইল এতটুকুও বদলাইনি শ্রেয়স।’
যদিও শ্রেয়সের পাশাপাশি পুরো মুম্বাই টিমই খুব দাপুটে পারফরম্যান্স করেছে। দ্বিতীয় ইনিংসে মুম্বাই ৪১৮ তুলেছে। অজিঙ্কা রাহানেও এদিন ভালো রান পান। যদিও নিজের শতরান সম্পূর্ণ করতে পারেননি তিনিও। ৭৩ রানে আউট হয়ে যান ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক। শ্রেয়সও ৯৫ রানে আউট হয়েছেন এদিন। শুধুমাত্র দলের হয়ে মুশির খান দুরন্ত সেঞ্চুরি করেন। বর্তমানে বিদর্ভের সামনে ৫৩৮ রানের টার্গেট রয়েছে। এখনো রঞ্জি ফাইনালের দুদিন বাকি থাকলেও বড় কোনো অঘটন না ঘটলে মুম্বাইয়ের চ্যাম্পিয়ন হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
The post রঞ্জি ফাইনালে শ্রেয়সের ইনিংসের প্রশংসা করলেন কেকেআরের কোচ appeared first on CricTracker Bengali.