রঞ্জির গুরুত্ব বাড়ানোর জন্য বোর্ডের তরফে বহু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এমন সময় রঞ্জির ফাইনাল ফেলা হয়েছিল, যে সময় ভারতীয় ক্রিকেটের বিশেষ কোনো ম্যাচ নেই। তাবড় তারকাদের জোর দেওয়া হয়েছিল রঞ্জি খেলার। শ্রেয়স-ঈশানকে তো রঞ্জি না খেলার কারণে দল থেকেও ছেঁটে ফেলা হয়। ভারতীয় দলের দ্রোণাচার্য দ্রাবিড় প্রতিটি ক্রিকেটারকে বারবার স্মরণ করিয়েছেন নিজেদের ঘরোয়া দলের হয়ে রঞ্জি খেলার কথা। রোহিত শর্মার মুখেও শোনা গেছে, ঘরোয়া ক্রিকেটের কথা। কিন্তু রঞ্জির সেই আকর্ষণ ফিরলো কই? ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে হাতে গোনা কয়েক ভিআইপি। গরম সেই অর্থে এখনো পড়েনি মুম্বাইয়ে। এই বসন্তে আবহাওয়াও বেশ মনোরম। আরব সাগরের হাওয়া গায়ে মেখে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হওয়ার কথা ছিল এহেন রঞ্জির ফাইনাল মঞ্চ। অন্ততঃ বোর্ড কর্তারা তেমনটাই আশা করেছিলেন।
ধর্মশালায় টেস্ট সিরিজ সদ্য সমাপ্ত। ক্রিকেটারদের অনেকেই ফিরে গেছেন যে যার বাড়িতে। খেলা চলছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাই ঘরের ছেলে রোহিত শর্মাকে এদিন মাঠে দেখা গেল। দেখা গেল সচিনকেও ফাইনাল উপভোগ করতে। এছাড়া দেখা গেল বেঙ্গসরকার, চন্দ্রকান্ত পন্ডিতদেরও। তবুও কোথায় যেন ফাঁকটা থেকে গেল। প্রসঙ্গত আইপিএল ফাইনালে দল বেধে সমস্ত ক্রিকেট কর্তারা হাজির হয়ে যান। অনেক ক্ষেত্রে এও দেখা গিয়েছে যে রাজ্য সংস্থার কর্তারাও সেখানে ভিড় জমিয়েছেন। কিন্তু রঞ্জি ফাইনাল যেন সেই অর্থে চাকচিক্যহীন। সেখানে দায় বা তাগিদ কারুরই খুব একটা নেই।
আটের দশকে ভারতীয় দল ছিল শারজায়। এদিকে রঞ্জি ফাইনালে উঠেছিল মুম্বাই। ভোররাতে চুপি চুপি এসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সুনীল গাভাস্কার। খেলার জন্যই। এহেন মহিমাই রঞ্জির মুকুটে অতিরিক্ত পালক গুঁজে দেয়।
কিন্তু এই রঞ্জিকে নিয়ে বিগত কয়েক দিনে অনেক আলোচনা হলেও এই রংহীন ফাইনালকে ঘিরে কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। প্রশ্ন উঠছে নানা মহলে। আইপিএল বা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের শাহরুখ খান বা রণবীর সিংহদের পারফরমেন্স, জমকালো সঙ্গীত অনুষ্ঠান থাকলেও রঞ্জি সেই অর্থে ব্রাত্য। যদিও শোনা যাচ্ছে ফাইনালে পুরস্কার তুলে দেওয়ার সময় জয় শাহ উপস্থিত থাকবেন। কিন্তু বিশ্বকাপ ফাইনালে কপিল দেব কিংবা ক্লাইভ লয়েডের মতোই রঞ্জিতেও ব্রাত্য থেকেছেন দেশের অন্য রাজ্যের রঞ্জি চ্যাম্পিয়ন অধিনায়করা। শ্রেয়স কিংবা ঈশানের উপস্থিতিতে রঞ্জির রং কতটা ফিরেছে তা জানা নেই, কিন্তু এহেন ম্যারম্যারে ফাইনাল নিয়ে আক্ষেপ ভারতীয় ক্রিকেটের অন্দরেই। যদিও এই ব্যর্থতাকে কর্মকর্তাদের গাফিলতি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
The post রঞ্জির রং ফিরলো কি? প্রশ্ন রয়ে গেল ফাইনালের মঞ্চে appeared first on CricTracker Bengali.