Ben Stokes & Pat Cummins. ( Image Source: Twitter )
শেষ মুহূর্তে প্যাট কামিন্সের দুর্ধর্ষ একটা পারফরম্যান্স। পিছিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে এজবাস্টনে জয়ের পরই টেস্টের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এই আনন্দের মুহূর্তেও খানিকটাহলেও অস্বস্তির আবহ অস্ট্রেলিয়া শিবিরে। একইসঙ্গে ইংল্যান্ড শিবিরেও নেমে এসেছে আইসিসির তরফে শাস্তির খাঁড়া। স্লো ওভার রেটের জন্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, উভয় দলেরই ডব্লুটিসির দুই পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি। সেইসঙ্গে ক্রিকেটারদেরও শাস্তির মুখে পড়তে হল।
এজবাস্টনে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে উত্তেজনাক পারদ ছিল তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা নিয়ে নানান হিসাব নিকাস চলছিল। অবশেষে বাজিমাত করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দিন একটা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁরক ৪৪ রানের অপরাজিত ইনিংসটাই অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল। আআর তাতেই সাফল্য পেয়েছিল অজি বাহিনী। এজবাস্টনে প্রথম ম্যাচ জিতে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০-এ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া
কিন্তু এই আনন্দের মাঝেও একটা দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। স্লো ওভার রেটের জন্য হারের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ২ পয়েন্ট খোয়া গিয়েছে অজি বাহিনীর। একই কারণের জন্য ইংল্যান্ডেরও সেই পয়েন্ট কাটা গিয়েছে। সেইসঙ্গে ক্রিকেটারদেরও ম্য়াচ ফি কাটা গিয়েছে ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদেরই ৪৫ শতাংশ করে ম্যাচ ফি কাটা গিয়েছে। আর তাতেই খানিকটা যে চিন্তা দুই শিবিরেরই বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে অস্ট্রেলিয়ার থেকেও ইংল্যান্ড শিবিরে যে চাপ কানিকটা বেশী তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্দধে ৩৯৩ রান করেই ইনি্ংস ঘোষণা করে দিয়েছিলেন বেন স্টোকস। সেই সিদ্ধান্ত যে সকলকে বেশ হতবাক করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। পাল্টা লড়াইটা অবশ্য অস্ট্রেলিয়াও বেশ ভালভাবেই দিয়েছিলেন। সেখানেই সেঞ্চুরী ইনিংস কেলেছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম তারকা ওপেনার উসমান খোয়াজা। আর তাতেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত ৭ রানে পিছিয়ে থেকেই থামতে হয়েছিল তাদের।
তবে অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্স ইংল্যান্ডকে বড় রান করতে দেয়নি। শেষ দিনের শুরু থেকেই ছিল নানা ন হিসাব নিকাশ। কারণ হঠাত্ বৃষ্টিতে খানিকটা হলেও চিন্তা বেড়েছিল দুই শিবিরের মধ্যে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বাজিমাত অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের ক্যামিও পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।
The post ম্যাচ জয়ের পরও দুই পয়েন্ট হারাল অস্ট্রেলিয়া, পয়েন্ট কেটে শাস্তি ইংল্যান্ডকেও appeared first on CricTracker Bengali.