BJ Sports – Cricket Prediction, Live Score

ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হলেন শাহিন আফ্রিদি, চোট নিয়ে জল্পনা তুঙ্গে

#image_title

Shaheen Afridi (Photo Source: Twitter)

নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিরাট জয় তুলে নিয়েছে পাকিস্তান। সেই জয়ের আনন্দ থাকলেও পাকিস্তান শিবির যে একেবারে স্বস্তিতে রয়েছে তা বলা যায় না। মাঝে দুদিনের বিরতি, এরপরই  ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাক বাহিনী। কিন্তু সেই ম্যাচে নামার আগে হঠাত্ই শাহিন আফ্রিদির চোট নিয়ে গুঞ্জন শুরু। নেপালের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাত্ই মাঠ ছেড়ে চলে যান শাহিন আফ্রিদি। টিম ফিজিওর সঙ্গে তাঁকে মাঠ ছাড়ার সেই দৃশ্য দেখার পর থেকেই কার্যত চিন্তার ভাঁজ পাক সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটারদের কপালে।

শাহিন আফ্রিদি কী ফের চোট পেয়েছেন? এই তারকা পেসারের খেলার মাঝেই হঠাত্ মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ছবি দেখার পর থেকে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এই ছবি যে পাকিস্তান শিবিরের অস্বস্তিটা খানিকটা হলেও বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের বিরুদ্ধে পাকিস্তান শিবিরের অন্যতম প্রধান অস্ত্র শাহিন আফ্রিদি।

নেপালের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি

এদিন নেপালের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা পাক বোলার। কার্যত তাঁর ধাক্কাতেই নেপালের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কিন্তু ফিল্ডিং করার সময়ই কিছু সমস্যা হয়েছিল শাহিন আফ্রিদির। এরপরই দেখা যায় যে দলের চিকিত্সক ও ফিজিওর সঙ্গে আলোচনা করার পরই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আর এই ছবিটা যে খুব একটা ভাল ইঙ্গিত দিচ্ছে না তা কার্যত স্পষ্ট। কারণ ২ সেপ্টেম্বরই ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে নামছে পাকিস্তান।

Shaheen Afridi felt some discomfort and left the field 🤐#PAKvsNEP #AsiaCup2023 pic.twitter.com/U7NI9Dt6kR

— Hamxa 🏏🇵🇰 (@hamxashahbax21) August 30, 2023

বরাবরই ভারতীয় দলের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন শাহিন আফ্রিদি। ২০২১ সালের টি টোয়েন্টি বি্শ্বকাপে এই শাহিন আফ্রিদির সামনেই ব্যর্থ হয়ে সাজঘরের রাস্তায় ফিরেছিলেন রোহিত শর্মারা। এবারও যে ভারতীয় দলের বিরুদ্ধে শাহিন আফ্রিদি পাকিস্তানের অন্যতম তুরুপের তাস তা বলাই বাহুল্য। কিন্তু তাঁর খেলার মাঝে মাঠ থেকে বেড়িয়ে যাওয়ায়, চোট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নেপালের বিরুদ্ধেও অবশ্য এদিন জোড়া উইকেট তুলে নিয়েছেন শাহিন আফ্রিদি। ৫ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এই তারকা বোলারের মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়া নিয়েই এখন শোরগোল ক্রিকেট মহলে। অন্যদিকে মুলতানের আবহাওয়াও অত্যন্ত উষ্ণ প্রকৃতির। চোট নাকি সেই আদ্র্ আবহাওয়ার সমস্যার জন্যও শাহিন আফ্রিদি মাঠ ছেড়েে বেড়িয়ে গিয়েছেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত নেই। ভারতের বিরুদ্ধে নামার আগেতাদের তারকা বোলারকে নিয়ে ঝুঁকি না নেওয়ার জন্যও তুলে নেওয়া হতে পারে শাহিন আফ্রিদিকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

The post ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হলেন শাহিন আফ্রিদি, চোট নিয়ে জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.

Exit mobile version