David Miller and Abhinav Manohar. (Photo Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৫ তম ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স (জিটি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) একে অপরের মুখোমুখি হয়েছে। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করল জিটি।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। জিটির ওপেনার ঋদ্ধিমান সাহা ৭ বলে মাত্র ৪ রান করে অর্জুন তেন্ডুলকারের শিকার হন। আরেক ওপেনার শুভমন গিল একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৩৪ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়। তিনি কুমার কার্তিকেয়ার বলে আউট হন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া বেশি রান করতে পারেননি। নিজেদের আগের ম্যাচে ৫০ বলে ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর এই ম্যাচে ১৪ বলে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শুভমন গিলের সাথে মিলে ৩৮ রানের পার্টনারশিপ করেন হার্দিক। বিজয় শঙ্কর এবং গিলের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ হয়। বিজয় শঙ্কর ১৬ বলে ১৯ রান করে আউট হন।
অসাধারণ পার্টনারশিপ করলেন ডেভিড মিলার এবং অভিনব মনোহর
জিটির দুই মিডিল অর্ডার ব্যাটার ডেভিড মিলার এবং অভিনব মনোহরের মিলে ৭১ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। অভিনব মাত্র ২১ বলে ৪২ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। তিনি রাইলি মেরেডিথের বলে জেসন বেহরেনডর্ফের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
ডেভিড মিলার মাত্র ২২ বলে ৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। তিনি জেসন বেহরেনডর্ফের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষে রাহুল তেওয়াতিয়াও একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৩টি ছয় সহ ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই রোহিত শর্মার উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি ৮ বলে মাত্র ২ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস ডেভিড মিলার এবং অভিনব মনোহরের, প্ৰথমে ব্যাটিং করে ২০৭ রান করল গুজরাট টাইটান্স appeared first on CricTracker Bengali.