BJ Sports – Cricket Prediction, Live Score

মুম্বই ইন্ডিয়ান্স দুর্ধর্ষ জয় পেলেও, তাদের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন রবীন উথাপ্পা

 মুম্বই ইন্ডিয়ান্স দুর্ধর্ষ জয় পেলেও, তাদের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন রবীন উথাপ্পা

#image_title

Robin Uthappa. ( Image Source: Instagram )

রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্ধর্ষ ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের রানের পাহাড় টপকে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব, টিম ডেভিডের বিধ্বংসী পারফরম্যান্সের সৌজন্যে রাজস্থান রয়্যালসকে হারিয়ে লিগ টেবিলে ওপরের দিকে উঠে এসেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুম্বই ইন্ডিয়ান্সের বিধ্বংলসী ব্যাটি্ংয়ের প্রশংসাতেই এখন সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে এখন সেই কথাই শোনাযাচ্ছে। তারই মাঝে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা।

ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ হেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। আর সেই পারফরম্যান্সের সমালোচনাচতেই প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তাংর মতে শেষ মন্যাচে ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদ্রশষন করলেও বোলিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অস্বস্তি রয়েই যাচ্ছে। অসাধারণ ব্যাটিং দেখিয়ে মুম্বই ইন্ডিয়ান্স জিতে গেলেও, সেখানে সব ঠিক হয়ে গিয়েছে এমন ভেবে নেওয়াটা উচিত্ বলেই মনে করছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১২ রান করেছিল রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে বোলিংয়ের সুযোগ পেয়েছিল  মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই যশস্বী জয়সওয়ালের সামনে কার্য।ত বিধ্বস্ত েহয়েছিলেন মুম্বই ইন্ডিান্সের বোলাররা। পীযূষ চাওলাকে বাদ দিলে এদিন রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে ম্যাচের ডেথ ওভারে মুম্বি ইন্ডিয়ান্সের বোলারদের পারফরম্যান্স নিয়েই অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা। এদিনের ম্যাচেও ১৫ ওবার পর্যন্ত সবকিছু ঠিকই ছিল বলে মনে করছেন রবীন উথাপ্পা। কিন্তু শেষ পাঁচ ওভারেই মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের ব্যর্থতায় বড় রান হয়েছে বলেই মনে করছেন রবীন উথাপ্পা।

এই প্রসঙ্গে জিও সিনেমায় রবীন উথাপ্পা জানিয়েছেন, “এই ম্যাচ জয়ের এমনটা মনে হতেই পারে যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এমনটা একেবারেই নয়। তাদের নিেজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে ভাবা উচিত্। কেমন করে তা কার্যকরী হবে সেটাও চিন্তা করতে হবে। ম্যাচের ১৫ ওভার পর্যনন্ত তারা ভাল বোলিং পারফরম্যান্সই দেখিয়েছিল। বিশেষ শেষ তিনটি ম্যাচে। এমন একটা পরিস্থিতি তখন ছিল যে ১৭০ থেকে ১৮০ রানের মধ্যে প্রতিপক্ষ দলকে আটকে রাখার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পাঁচটা ওভারেই যেন সবকিছু বদলে গিয়েছিল”।

রবিবার পীযূষ চাওলাকে বাদ দিলে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। রাইলি মেরেডিথ ৪ ওভারে ৫১ রান দিয়েছিলেন একাই। ৩ উইকেট নিলেও আর্শাদ খান ৩ ওভারে দিয়েছিলেন ৩৯ রান। আর্চার থেকে ক্যামেরণ গ্রীনরা সকলেই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।

The post মুম্বই ইন্ডিয়ান্স দুর্ধর্ষ জয় পেলেও, তাদের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন রবীন উথাপ্পা appeared first on CricTracker Bengali.

Exit mobile version