Mark Boucher. ( Image Source: IPL/BCCI )
গতবারের পর এবারও আইপিএলের মঞ্চে শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই শুরুটা ভালভাবে করতে পারেনি। পরপর দুই ম্যাচেই হার। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চূড়ান্ত ব্যর্থ হেয়েছিল রোহিত র্মার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ। ম্যাচ শেষ হতেই হারের জন্য দলের খারাপ ব্যাটিংকেই দায়ী করেছেন দলের প্রধান কোচ মার্ক বাউচার।
শনিবারই প্রায় চার বছর পর প্রথমবার ঘরের মাঠে ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ ছিল মগেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই জেতার জন্য মরিয়া হয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চেন্নাই সুপার কিংসের বোলিং আক্রমণের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটাররা। রোহি শরমা, ইশান কিষাণ থেকে ক্যামেরণ গ্রীণ এবং সূর্যকুমার যাদবরা চূড়ান্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেইসঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্সের হারের ভাগ্যও নির্ধারণ হয়ে গিয়েছিল।
চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স
ম্যাচ শেষে সেই কথা বলতেও দ্বিধা করেননি মুম্বই ইন্ডি.য়ান্সের প্রদান কোচ মার্ক বাউডার। প্রথম ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। যদিও তিলক বর্মার হাত ধরে সেই ম্যাচে ১৭০ রানে পৌঁছতে পেরেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তা সম্ভব হয়নি। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই দলের হারের কারণ হিসাবে ব্যাটিং বিপর্জয়কেই দায়ী করেছেন মার্ক বাউচার।
চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর মার্ক বাউচর জানিয়েছেন, “পাওয়ার প্লেতে ব্যাট হাতে শুরুটা আমরা বেশ ভাবভাবেই করেছিলাম। কিন্তু এরকপরই আমাদের ব্যাটিং বিপর্জয় শুরু হয়। আমার মনে দূর্ভাগ্যজনকভাবে কয়েকটি আউট এবং কয়েকটি বাল ক্যাচই এদিন সবকিছু বদলে দিয়েছিল। সেইসঙ্গে আমরা ভাল পার্টনারসিপও তৈরি করতে পারিনি। আর এর জেরেই অন্তত ৩০ থেকে ৪০ রান কম করেছিলাম আমরা”।
গতবারের আইপিএলে একেবারে দশ নম্বরে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার দলকে নতুনভাবে সাজালেও এখনও পর্যন্ত নুেজেদের সেরা পারফর্ম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুটো ম্যাচেই হারতে হয়েছে তাদের। যদিও এখনও প্রচুর ম্যাচ বাকি রয়েছে। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
The post মুম্বই ইন্ডিয়ান্সের হারের জন্য ব্যাটিং বিপর্জয়কেই দায়ী করছেন মার্ক বাউচার appeared first on CricTracker Bengali.