Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)
গতবারের পর এবারও চিত্রটা বদলালো না। সেই প্লেঅফ থেকেই চিটকে গেল লখনউ সুপার জায়ান্টস। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। শুরু থেকে লড়াইটা চালালেও শেষরক্ষা করতে পারেনি এবার লখনউ সুপার জায়ান্টস। মুম্বই ইন্ডিয়ান্সের দুরন্ত বোলিং লাইনআপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এদিন লখনউ সুপার জায়ান্টস ব্যাটিং লাইনআপ। লখনউ সুপার জায়ান্টসের এমন হারের পরই তাদের প্রথখম একাদশ সাজানো নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
এলিমিনেটরের মঞ্চে কুইন্টন ডিককের মতো ক্রিকেটারকে কেন তারা খেলায়নি সেই নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। কুইন্টন ডিককের মতো ক্রিকেটারকে না খেলানোর জন্যই যে এদিন লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিংয়ে ধস নেমেছিল সেওয়াগের কতাতে সেই ইঙ্গিতও স্পষ্ট। প্রকথম দিকের কয়েকটা ম্যাচে কুইন্টন ডিকক-কে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস শিবির। যদিও এরপর লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পর থেকেই তাঁকে প্রতণ একাদশে ফেরানো হয়েছিল।
গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৫০৮ রান করেছিলেন কুইন্টন ডিকক
প্রথম ম্য়াচেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও পরপের দিকের ম্যাচ গুলোতে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। বুধবার এলিমিনেটরের মঞ্চে মুম্বই ইন্ডিান্সের বিরুদ্ধে নেমেছিল তারা। সেখানেই প্রতম একাদশ তো বটেই, ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবেও কুইন্টন ডিকক-কে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এমন গুরুত্িবপূর্ণ ম্য়াচে কুইন্টন ডিককের মতো ক্রিকেটারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “অবশ্যই চেন্নাইয়ের চিপকে আমার ভাল রেকর্ড রয়েছে। সেখানে ৩১৯ রানও রয়েছে। তার মানে এই নয় যে এদিনও আমি সেখানে ভাল পারফরম্যান্স দেখাব এবং বড় রান করতে পারব। বর্তমান ফর্মের সবসময়ই একটা সাদা মূল্য রয়েছে। আমার মনে হ কুইন্টন ডিকক-কে না খেলিয়ে এদিন লখনউ সুপার জায়ান্টস তাদের পায়ে নিজেরাই কুড়েল মেড়েছে”।
গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের প্লেঅপে পৌঁছনোর অন্যতম প্রধান কারিগড় ছিলেন কুইন্টন ডিকক। ,েবার ৫০৮ রান করেছিলেন এই তারকা প্রোটিয়া ক্রিকেটার। সেই তারকা ক্রিকেটারকেই এবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে না খে্লানোর সিদ্ধান্ত নিয়ে কার্যত ক্ষুব্ধ হয়ে রয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে লখনউ সুপার জায়ান্টসের হারের পিছনে এদিন ডিককের না খেলাটা অন্যতম একটা কারণ।
The post মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুইন্টন ডিকক-কে না খেলানোর সিদ্ধান্তের সমালোচনায় বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.