BJ Sports – Cricket Prediction, Live Score

মিচেল স্টার্কের বলে আবার আউট হয়ে ক্রোধে চিৎকার করে উঠলেন শুভমন গিল

মিচেল স্টার্কের বলে আবার আউট হয়ে ক্রোধে চিৎকার করে উঠলেন শুভমন গিল

#image_title

Shubman Gill. (Photo Source: BCCI/ Twitter)

এই বছরের শুরু থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন শুভমন গিল। তার নামে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ড রয়েছে। ওডিআই ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন তিনি। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টেও তিনি শতরান করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে মিচেল স্টার্কের সামনে এসে সমস্যায় পড়তে হয়েছে গিলকে।

প্ৰথম একদিনের ম্যাচে ৩৩ বলে ২০ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেও স্টার্কের শিকার হন এই ডানহাতি ওপেনার। তিনি ২ বলে ০ রান করে আউট হন। প্ৰথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাকওয়ার্ড পয়েন্টের হাতে ক্যাচ দিয়ে শুভমন আউট হন।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুভমন গিল শুরুতেই আউট হওয়ায় ভারতের উপর চাপ সৃষ্টি হয়। শুভমন গিল আউট হওয়ার পর রেগে গিয়ে চিৎকার করে ওঠেন।

Shubman Gill screams in angst after getting out on duck.
India in big trouble#INDvsAUS
SOURCE – BCCI pic.twitter.com/SC2rxIWjq1

— चिरकुट ज़िंदगी (@chill_babu) March 19, 2023

১১৭ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস

শুভমন গিল আউট হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা ১৫ বলে ১৩ রান করে মিচেল স্টার্কের শিকার হন। বিরাট কোহলি ৪টি চার সহ ৩৫ বলে ৩১ রান করে নাথান এলিসের বলে আউট হন। সূর্যকুমার যাদব প্ৰথম ম্যাচের মতো এই ম্যাচেও শূন্য রানে আউট হন। ব্যাট হাতে ব্যর্থ কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হয়েছেন। প্ৰথম ম্যাচে একটি অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে বিপদ থেকে উদ্ধার করার পর দ্বিতীয় ম্যাচে ১২ বলে মাত্র ৯ রান করে রাহুল প্যাভিলিয়নে ফিরে যান। হার্দিক পান্ডিয়া ৩ বলে মাত্র ১ রান করে অ্যাবটের বলে আউট হন। আগের ম্যাচের সফল ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ৩৯ বলে মাত্র ১৬ রান করে নাথান এলিসের শিকার হন। অক্ষর প্যাটেল শেষ অবধি টিকে ছিলেন। তিনি ১টি চার এবং ২টি ছয় সহ ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার হলেন মিচেল স্টার্ক। ভারতের দুজন ওপেনার ছাড়াও তিনি সূর্যকুমার যাদব, কেএল রাহুল এবং মোহাম্মদ সিরাজের উইকেট নিয়েছেন। তিনি ৮ ওভারে ৫৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। শন অ্যাবট এবং নাথান এলিস যথাক্রমে ৬ ওভারে ২৩ রান এবং ৫ ওভারে ১৩ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ভারতের বোলাররা কোনোভাবে ১১৭ রানের আগে আটকাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post মিচেল স্টার্কের বলে আবার আউট হয়ে ক্রোধে চিৎকার করে উঠলেন শুভমন গিল appeared first on CricTracker Bengali.

Exit mobile version