BJ Sports – Cricket Prediction, Live Score

মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ

 মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ

#image_title

Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)

৩রা এপ্রিল, সোমবার লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫০০০ হাজার রান সম্পূর্ণ করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আট নম্বরে ব্যাট করতে এসে মার্ক উডের বলে পরপর দুটি ছয় মেরে এই মাইলফলক স্পর্শ করেন। তৃতীয় বলে এমএস ধোনি আউট হয়ে গেলেও তার মারা দুটি ছয় অব্যশই চিপকের দর্শকদের আনন্দ দিয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির কাছে মাইলফলকের তেমন কোনো দাম নেই। তিনি এও বলেছেন যে এই মাইলফলকগুলিকে অবসরের পরে স্মরণ করা হয়।

স্পোর্টসকিডা বীরেন্দ্র সেহওয়াগকে উদ্ধৃত করে, “আপনি যদি এমএস ধোনিকে জিজ্ঞাসা করেন, তিনি জিজ্ঞাসা করবেন যে তিনি ৫০০০, ৩০০০ বা ৭০০০ রান করলে তাতে কি পার্থক্য গড়ে দেবে; গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রফি জেতা, যা তিনি করেছেন। আমি মনে করি না যে তিনি মাইলফলকের পেছনে ছোটেন বা সেটি নিয়ে চিন্তা করেন।”

তিনি আরও বলেন, “আমিও এরকম ছিলাম। কত রান হয়েছে কে জানে, তবে এই সংখ্যাগুলো যে পরে স্মরণ করা হয় তা সত্য। আপনি যখন অবসর নেন তখন সবাই স্মরণ করে যে এই খেলোয়াড়টি আইপিএলে এত রান করেছিলেন।”

“ওই নম্বরে খেলে কোনো খেলোয়াড়ই হয়তো এত রান করতে পারবেন না” – বীরেন্দ্র সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে মহেন্দ্র সিং ধোনি যে নম্বরে ব্যাট করতে নেমে ৫০০০ রান করেছেন সেই নম্বরে আর কেউ হয়তো এত রান করতে পারবেন না।

বীরেন্দ্র সেহওয়াগ বলেন, “টপ অর্ডার ব্যাটাররা সবচেয়ে বেশি রান করবে সেটাই আশা করা হয়। এমএস ধোনি মিডল অর্ডার বা লোয়ার-মিডল অর্ডারে আসেন এবং তিনি ৫০০০ রান করেছেন। ওই নম্বরে খেলে কোনো খেলোয়াড়ই হয়তো এত রান করতে পারবেন না। তিনি ধারাবাহিক, রান করেন এবং তার দলের হয়ে ম্যাচ জেতেন। তিনি একজন খুব বড় খেলোয়াড়।”

আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টাসকে পরাজিত করে নিজেদের প্ৰথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে তাদের বোলাররা এই ম্যাচে অনেক অতিরিক্ত রান দিয়েছেন। সেই ব্যাপারে অধিনায়ক এমএস ধোনিও মুখ খুলেছেন। ৮ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল।

The post মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ appeared first on CricTracker Bengali.

Exit mobile version