Skip to main content

মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ

 মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ

Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)

৩রা এপ্রিল, সোমবার লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫০০০ হাজার রান সম্পূর্ণ করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আট নম্বরে ব্যাট করতে এসে মার্ক উডের বলে পরপর দুটি ছয় মেরে এই মাইলফলক স্পর্শ করেন। তৃতীয় বলে এমএস ধোনি আউট হয়ে গেলেও তার মারা দুটি ছয় অব্যশই চিপকের দর্শকদের আনন্দ দিয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির কাছে মাইলফলকের তেমন কোনো দাম নেই। তিনি এও বলেছেন যে এই মাইলফলকগুলিকে অবসরের পরে স্মরণ করা হয়।

স্পোর্টসকিডা বীরেন্দ্র সেহওয়াগকে উদ্ধৃত করে, “আপনি যদি এমএস ধোনিকে জিজ্ঞাসা করেন, তিনি জিজ্ঞাসা করবেন যে তিনি ৫০০০, ৩০০০ বা ৭০০০ রান করলে তাতে কি পার্থক্য গড়ে দেবে; গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রফি জেতা, যা তিনি করেছেন। আমি মনে করি না যে তিনি মাইলফলকের পেছনে ছোটেন বা সেটি নিয়ে চিন্তা করেন।”

তিনি আরও বলেন, “আমিও এরকম ছিলাম। কত রান হয়েছে কে জানে, তবে এই সংখ্যাগুলো যে পরে স্মরণ করা হয় তা সত্য। আপনি যখন অবসর নেন তখন সবাই স্মরণ করে যে এই খেলোয়াড়টি আইপিএলে এত রান করেছিলেন।”

“ওই নম্বরে খেলে কোনো খেলোয়াড়ই হয়তো এত রান করতে পারবেন না” – বীরেন্দ্র সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন যে মহেন্দ্র সিং ধোনি যে নম্বরে ব্যাট করতে নেমে ৫০০০ রান করেছেন সেই নম্বরে আর কেউ হয়তো এত রান করতে পারবেন না।

বীরেন্দ্র সেহওয়াগ বলেন, “টপ অর্ডার ব্যাটাররা সবচেয়ে বেশি রান করবে সেটাই আশা করা হয়। এমএস ধোনি মিডল অর্ডার বা লোয়ার-মিডল অর্ডারে আসেন এবং তিনি ৫০০০ রান করেছেন। ওই নম্বরে খেলে কোনো খেলোয়াড়ই হয়তো এত রান করতে পারবেন না। তিনি ধারাবাহিক, রান করেন এবং তার দলের হয়ে ম্যাচ জেতেন। তিনি একজন খুব বড় খেলোয়াড়।”

আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টাসকে পরাজিত করে নিজেদের প্ৰথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে তাদের বোলাররা এই ম্যাচে অনেক অতিরিক্ত রান দিয়েছেন। সেই ব্যাপারে অধিনায়ক এমএস ধোনিও মুখ খুলেছেন। ৮ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল।

The post মহেন্দ্র সিং ধোনির ৫০০০ রান করা নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...