Harmanpreet Kaur & Smriti Mandhana. ( Photo Source: Twitter )
আইপিএলের পর এবার মহিলাদের আইপিএলেরও প্রধান স্পনসর টাটা। মঙ্গলবারই সেই কথা ঘোষণা করা হল বিসিসিআইয়ের তরফে। মহিলাদের আইপিএলের ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। কয়েকদিন আগেই মহিলাজের আইপিএল শুরু দিন ঘোষণা করা হয়েছিল। এরপরকই হয়ে গিয়েছে প্রথমবার মহিলাদের আইপিএলের মেগা নিলাম। প্রায় ৩০০ জন ক্রিকেটার মধ্যে থেকেই ফ্র্যাঞ্চাইজিরা বেছে নিয়েছেন তাদের তারকা ক্রিকেটারদের। সেই প্রতিযোগিতারই প্রধান স্পনসর হিসাবে এবার এল টাটা গোষ্ঠী। গতবার আইপিএলের প্রধান স্পনসর হিসাবে এসেছিল টাটা।
এবার মহিলাদের আইপিএলেরও স্বত্ত্ব নিল এই একই সংস্থা। আগামী ৪ মার্চ খেকে শুরু হতে চলেছে প্রথমবারের মহিলা আইপিএল। আগামী পাঁচ বছরের জন্য এই প্রতিযোগিয়ার মূল স্পনসর হিসাবে দেখা যাবে টাটা গোষ্ঠীকে। সময় যত এগোচ্ছে মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ যেন ততাই চড়তে শুরু করেছে। প্রথমবারের মহিলাদের আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহন করেছে। কয়েকদিন আগেই হয়ে গিয়েছে মহিলাদের আইপিএলের মেগা নিলাম।
গতবছর আইপিএলের মূল স্পনসরের দায়িত্বে এসেছে টাটা
বিরাট অঙ্কের বিনিময়েই মহিলাদের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বিভিন্ন সংস্থারা। কয়েকদিন আগেই মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব পাঁচ বছরের জন্য নিয়েছে ভায়াকম এইট্টিন। প্রতিযোগিতার মূল স্পনসর কারা হয় সেদিকেই নজর ছিল সকলের। পুরুষদের আইপিএলের পর এবার মহিলাদের আইপিএলের মূল স্পনসরও টাটা গোষ্ঠী। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে প্রথমবারের মহিলাদের আইপিএল।
প্রথমবারের মহিলাদের আইপিএলে ২৬টি ম্যাচ হবে। আগামী ৪ মার্চ গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়েই শুরু হবে মহিলাদের আইপিএল। এছাড়াও এই প্রতিযোগিতায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্স। প্রতিযেগিতা নিয়ে এখন থেকেই সকলের উন্মাদনা বাড়তে শুরু করেছে। দুটো স্টেডিয়ামেই হবে প্রথমবারের মহিলাদের আইপিএল। আগামী ২৬ মার্চ ব্রেবোর্ণ স্টেডিয়ামে হবে মহিলাদের আইপিএলের ফাইনাল।
কয়েকদিন আগেই আয়োজিত হয়ে গিয়েছে এবারের মহিলাদের আইপিএলের বিরাট নিলাম। সেখানেই বিরাট দামে এবার নিলাম হয়েছেন স্মৃতি মন্ধনা। প্রথম মহিলা আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই গিয়েছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার। সেইসঙ্গেই সকলের নজর কেড়েছেন দীপ্তি শর্মা, রিচা ঘোষরাও। যদিও মহিলাদের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন অ্যাশলে গার্ডনার। এখন শুধুই মহিলাদের আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post মহিলাদেরর আইপিএলের পাঁচ বছরের স্পনসর দায়িত্বে টাটা appeared first on CricTracker Bengali.