Skip to main content

সর্বশেষ সংবাদ

মহম্মদ সিরাজ চার উইকেট পেলেও, ভারতের সামনে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

 মহম্মদ সিরাজ চার উইকেট পেলেও, ভারতের সামনে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

Steve Smith and Travis Head. (Photo Source: Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অবশেষে ৪৬৯ রানে থেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন মহম্মদ সিরাজ। প্রায় দেড়দিন পর ভারতীয় দলের সামনে রাের পাবাড় তৈরি করেছে অস্ট্রেলিয়া। েই রান টপকেই ভারতীয় দল  এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার। বল হাতে শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও শেষরক্ষা কিন্তু করতে পারেনি। অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে আটকাতে পারেনি ভারতীয় দল। প্রথম ইনি্ংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রানের ইনিংসই খেলেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংস যদি বিচার করা যায় তবে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র মহম্মদ সিরাজই সবচেয়ে সফল। ইংল্যান্ডের মাটিতে বরাবরকি ভাল পারপরম্যান্স দেখিয়ে এসেছেন তিনি। এদিনও তার অন্যথা হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতম ইনিংসে তিনি একাই তুলে নি্য়েছেন ৪টি ুইঅকেট। সেইসঙ্গে টেস্ট ফর্ম্যাটে দেশের জার্সিতে ৫০ টি উইকেট তুলে নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশি্পের মঞ্চে ভারতীয় দল যে খানিকটা হলেও এখন চাপের মধ্যে  পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের হয়ে ১০৮ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ

টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল কম রানের মধ্যে আটকে দেওয়া অস্ট্রেলিয়াকে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শুরুর দিকে ভারতীয় বোলাররা ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশানেদের ফিরিয়ে দিলে, সেখান থেকেই হ দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। আর তাদের সেই বিরাট রান্র পার্টনারসিপটাি অস্ট্রেলিয়ার বড় রানের ভিতটা মজবুত করে দিয়েছিল। এই দুই তারকা ক্রিকেটারই প্রতম দিন ভারতীয়  বোলারদের বিরুদ্ধে বাইশগজে শাসন করেছিল।

Innings Break!

Australia post 469 in the first innings of the #WTC23 Final.

4️⃣ wickets for @mdsirajofficial
2️⃣ wickets each for @MdShami11 & @imShard
1️⃣ wicket for @imjadeja

Scorecard ▶️ https://t.co/0nYl21pwaw#TeamIndia pic.twitter.com/1zvffFhgST

— BCCI (@BCCI) June 8, 2023

প্রথম দিনই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ট্রেভিস হেড। সেখানেই তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্টিভ স্মিথ। এই দুই তারকা ক্রিকেটারের হাত ধরে প্রথম দিনই ২৫১ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। সেটাই অস্ট্রেলিয়ার বড় রান হওয়ার পথে বড়সড় ইঙ্গিত দেওয়ার জন্য ।যথেষ্ট ছিল।। দ্বিতীয় দিন সেি জায়গা থেকেই লড়াইটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। এই দুই তারকার দক্ষ হাতে ভালবাবেই এগোতে শুরু করেছিল তারা।

তবে দ্বিতীয় দিন ম্যাচে ফিরেছিল ভারতীয় বোলাররাও। সেখানেই ট্রেবিস হেডকে থামিয়েছিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সিরাজ একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট ১০৮ রান দিয়ে। চবে ট্রেভিস হেড করেন এদিন ১৬৩ রান। সেইসঙ্গে স্টিভ স্মিথ যখন মাঠ ছাড়েন তিনি করেন ১২১ রান। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া থামে ৪৬৯ রানে। মহম্মদ সিরাজ তুলে নিয়েছেন উসমান খোয়াজা, ট্রেভিস হেড, প্যাট কামিন্স এবং ন্যাথান লায়নকে।

The post মহম্মদ সিরাজ চার উইকেট পেলেও, ভারতের সামনে অস্ট্রেলিয়ার রানের পাহাড় appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...