BJ Sports – Cricket Prediction, Live Score

মহম্মদ শামি এবং মনোজ তিওয়ারিকে বাদ রেখেই সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল সিএবি

 মহম্মদ শামি এবং মনোজ তিওয়ারিকে বাদ রেখেই সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল সিএবি

#image_title

Mohammed Shami and Manoj Tiwary. (Photo Source: Twitter)

রঞ্জি ট্রফির ফাইনালে নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছিল বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতেও বাংলা ব্যর্থ হয়েছে।

এইসব পরাজয়ের কথা ভুলে গিয়ে কামব্যাক করতে চাইছে বাংলা। তারা ইতিমধ্যেই পরবর্তী মরসুম নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে। কোচ লক্ষ্মীরতন শুক্লা দলের সাথে তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে চাইছেন। ৩০শে জুন, শুক্রবার, সীমিত ওভারের ফরম্যাটের জন্য ৪১ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। এই দলে জায়গা করে নিতে পারেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ শামি এবং মনোজ তিওয়ারি।

রঞ্জি ট্রফির ফাইনালে প্ৰথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি মনোজ তিওয়ারি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি বাংলার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। মনোজ ১৫৪ বলে ৬৮ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ১০টি চার। মহম্মদ শামিকে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখেছিলাম। তিনি প্ৰথম ইনিংসে ২৯ ওভারে ১২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ১৬.৩ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন। কিছুদিন আগেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং ওডিআই দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুটি সিরিজেই মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সীমিত ওভারের ক্রিকেটে খেলতে চান না মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফি বাদে আর কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান না। সেই কারণেই সম্ভাব্য দলটিতে আমরা তার নাম দেখতে পাচ্ছি না।

আগে আমরা সম্ভাব্য দলে ২৫ বা ৩০ জন ক্রিকেটারকে থাকতে দেখেছি। তবে এইবারে বাংলার সম্ভাব্য দলে ক্রিকেটারের সংখ্যা অনেকটাই বেড়েছে।

বাংলার সম্ভাব্য দল: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, অঙ্কুর পাল, কাজি জুনেইদ সইফি, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আদিত্য পুরোহিত, ওমপাল বোকেন, সুমন্ত গুপ্ত, শ্রেয়াংশ ঘোষ, অভিষেক পোড়েল, শুভঙ্কর বল, শাকির হাবিব গান্ধী, অগ্নিভ পান, শুভম সরকার, আকাশ ঘটক, সক্ষম চৌধুরী, সন্দীপন দাস, অয়ন ভট্টাচার্য, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, রবি কুমার, প্রীতম চক্রবর্তী, গীত পুরী, সুমন দাস, দুর্গেশ কুমার দুবে, দেবপ্রতিম হালদার, সৌম্যদীপ মণ্ডল, শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কর্ণ লাল, কৌশিক মাইতি, বিকাশ সিংহ, প্রয়াস রায় বর্মন, অঙ্কিত মিশ্র, অনুরাগ তিওয়ারি ও অখিলেশ যাদব।

The post মহম্মদ শামি এবং মনোজ তিওয়ারিকে বাদ রেখেই সীমিত ওভারের ক্রিকেটের জন্য দল ঘোষণা করল সিএবি appeared first on CricTracker Bengali.

Exit mobile version