BJ Sports – Cricket Prediction, Live Score

মংহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিশেষ বার্তা দিলেন সুরেশ রায়না

 মংহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিশেষ বার্তা দিলেন সুরেশ রায়না

#image_title

MS Dhoni. (Photo Source: Twitter)

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আগামী ৩১ মার্চ আইপিএলের যাত্রা শুরু। প্রথম ম্য়াচেই হুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। প্রায় একবছর পর ফের ধোনি সমর্থকদের সামনে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ক সরকারীভাবে ঘোষণা না হলেও, এই মরসুমই কার্যত শেষ আইপিএল হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। এমন গুঞ্জনই চলছে ক্রিকেট মহলে। শেষপর্যন্ত কী হয় তাতো সময়ই বলবে। এমন পরিস্থিতিতেই ধোনিকে নিয়ে কিন্তু বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেশের জার্সিতে যেমন খেলেছিলেন তিনি। তেমনই আইপিেলের মঞ্চেও মহেন্দ্র সিং ঘোনির অন্যতম প্রধান সেনাপতি ছিলেন এই সুরেশ রায়না। এমএস ধোনিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। সেই অভিজ্ঞতা থেকেই এবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিশেষ বার্তা দিলেন সুরেশ রায়না। তাঁর মতে এই মরসুমের পরও আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। যদিও এমএসডির সিদ্ধান্ত যে কী হবে তা তো সময়ই বলবে।

২০২১ সালে ধোনির নেতৃত্বেই শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস

এই প্রসঙ্গেই সুরেশ রায়না জানিয়েছেন, “পরের বছর এমনটা হতেই পারে যে মহেন্দ্র সিং ধোনি ফের আইপিএলের মঞ্চে নামলেন। তাঁরপ পারফরম্যান্স দেখে বেশ ভাল বলেই মনে হচ্ছে। সেইসঙ্গে এই মুহূর্তে বেশ ভাল ব্যাটিংয়ও করছেন তিনি। যদিও শেষপর্যন্ত এই মরসুমে তিনি কেমন খেলেন তা দেখার পরই বোঝা যাবে সবকিছু। তাঁর কাছে এই মরসুমটা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। তার কারণ এই একবছরে তিনি ক্রিকেট সেভাবে খেলেননি”।

২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির  নেতৃত্বেই শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে হারিয়েছিল তারা। গতবারের আইপিএলের শুরুতেই চমক দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ভার তুলে দিয়েছিল রবীন্দ্র জাদেজার ওপর। যদিও তাঁর হাত ধরে সেবারের আইপিএলে সাফল্যের গ্রাফ নীচের দিকেই নেমেছিল চেন্নাই সুপার কিংসের। সেই পরিস্থিতি প্রতিযেগিতার মাঝপথে ফের ধোনির হাতে নেতৃত্বে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

যদিও এমএস ধোনির হাত ধরেও শেষরক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে এমএস ধোনির নেতৃত্বেই নামতে চলেছে চেন্নাইয়ের সুপার কিংসরা। তারই জোরকদমে চলছে প্রস্তুতি। অবারের আইপিএে চেন্নাই সুপার কিংস শিবিরে দেখা যাবে বেন স্টোকসকেও। সিএসকে সাফল্যের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post মংহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিশেষ বার্তা দিলেন সুরেশ রায়না appeared first on CricTracker Bengali.

Exit mobile version