Glenn McGrath. (Photo by Scott Barbour/Getty Images)
আর মাত্র দুমাস বাকি রয়েছে। এরপরই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে এখন থেকেই যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা। বিশ্বকাপের মঞ্চে কোন দল এগিয়ে রয়েছে কিংবা কোন দল বেশী শক্তিশালী তা নিয়েই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরইমাঝে এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম চার দল কারা হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। সেখানেই নিজের পছন্দের সেরা চার দল বেছে নিলেন প্রকাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা।
গামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বি্শ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের ফাইইনালিস্ট ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।ঘরের মাঠে ৮ অক্টোবরই প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। যদিও পারফরম্যান্সের বিচারে এখনি নিজের পছন্দের চারটি দলকে সেমিফাইনালিস্ট হিসাবে বে্ছে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের পাশাপাশি সেমিফািনালিস্ট হিসাবে তিনি বেছে নিয়েছেন পাকিস্তানকেও।
২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড
২০১৯ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবারো যে তারা দুরন্ত ফর্মে রয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই পারফরম্যান্স দেখার পর ইংল্যান্ডকে এবারও ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চে অন্যতম সেমিফাইনালিস্ট হিসাবে দেখছেন গ্লেন ম্যাকগ্রা। সেইসঙ্গে অস্ট্রেলিয়া ও ভারতীয় দলও ভাল ফর্মে রয়েছেন বলে মনে করছেন এই প্রাক্তন তাারকা ক্রিকেটার। একইসঙ্গে পাকিস্তানের পারফরম্যান্সও এই মুহূর্তে ভাল ছন্দেই রয়েছে। সেই কথা মাথায় রেখে পাকিস্তানকেও প্রথম চারে রাখার কথা বলেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, “আমি যদি অ্ট্রেলিয়াকে প্রথম চারের মধ্যে রাখি তাহলে হয়ত খুব একটা হতবাক হবে না কেউ। অবশ্যই ভারতীয় দল তাদের ঘরের মাটে খেলতে চলেছেন। এই মুহূর্তে ইংল্যান্ডও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে, সেইসঙ্গে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে পাকি্স্তানও। আমার মতেই তারাই এবারের বি্শ্বকাপের সেরা চার”।
আদামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে তারা যে বিশ্বকাপ জয়ের অন্যতম জোরালো দাবীদার তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে প্রতিটি দলেরই প্রস্তুতি রয়েছে তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেেন সকলে। ভারতের মাটিতে বিশ্বকাপের ট্রফি কাদের হাতে ওঠে সেটাই এখন দেখার।
The post ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানকেও বিশ্বকাপের প্রথম চারে রাখছেন গ্লেন ম্যাকগ্রা appeared first on CricTracker Bengali.