Ireland Cricket Team. (Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images)
আগামী ১৮ অগস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল।এশিয়া কাপের আগে এটাই শেষ সিরিজে নামবে ভারতীয় দল। সেই সিরিজের জন্যই এবার ১৫ সদস্যের স্কোয়াডঘোষণা করে দিল আয়ারল্যান্ড।আগামী ১৮ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত চলবে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যদিও বারতীয় দল এখনও পর্যন্ত এই সিরিজের জন্য দল ঘোষণা করেনি। এই সিরিজ থেকেই যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আয়ারল্যান্ড,তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে টি টোয়েন্টি ক্র তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। তাদের বিরুদ্ধে টি টোয়েন্ট বিশ্বকাপের সূচী যে আয়ারল্যান্ড দলকে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কতা মাথায় রেখেই এই সিরিজ তেকেই প্রস্তূুতি পরক্ব শুরু কর্ে দিতে চলেছে তারা। শেষপর্যন্ত ঘরের মাঠে সেই সিরিজে তারা জিততে পারে কিনা তা তো সময়ই বলবে। শেষবার ঘরের মাঠ ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেই থামতে হয়েছিল টিম আয়াল্যান্ডকে।
পল স্টার্লিংয়ের নেতৃত্বেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অন্যদিকে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলছঠে ভারতীয় দল। সেখানে অবশ্য ভারতীয়দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। শোনাযাচ্ছে আয়ারল্যান্ডের বিরুদ্দেও তরুণ ক্রিকেট দলই ঘোষণা করতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজেই ভারতীয়দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। শোনাযাচ্ছে তিনিই নাকি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। ভারতের আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।
আয়ারল্যান্ডর নির্বাচক অ্যান্ড্রু হোয়াইইট জানিয়েছেন, “আগামী টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডেই ছিল প্রথম পরিকল্পনা অনুযায়ী খেলার মঞ্চ। এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত এই মুহর্তে আমাদের সামনে রয়েচে ১৫টিটি টোয়েন্টি ম্যাচের সূচী। সেই জন্যই আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে ভারতীয় দলের বিরুদ্ধে সহ এই সময়ে প্রতিটা সিরিজে নিজেদের সমস্ত ক্রিকেটারদের ঘুরি্য়ে ফিরিয়ে দেখে নেওয়া। আমি আশাবাদী যে ভারতীয় দলের বিরুদ্ধে এই সিরিজে যারা রয়েছেন তারা সকলেই আমাদের কিছু না কিছু সাহায্য করতে পারবেন”।
ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ড স্কোয়াড
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থী, হ্যারি টেকটর, লর্কান টাকার, থিও ফান উকরম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং
The post ভারতের বিরুদ্ধে ১৫ সদস্যের দল ঘোষণা আয়ারল্যান্ডের appeared first on CricTracker Bengali.