BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনিশ্চিত প্যাট কামিন্স

 ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনিশ্চিত প্যাট কামিন্স

#image_title

Pat Cummins. (Photo Source: Twitter)

বিশ্বকাপের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে দুই দল যে সেখানেই তাদের চূড়ন্ত প্রস্ততি সেরে নিতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সিরিজেই শোনাযাচ্ছে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অধিনায়ক  প্যাট  কামিন্স। হাতের কব্জিতে চোট রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেজন্যই শোনাযাচ্ছে তাঁকে নিয়ে নাকি খুব একটা বেশী ঝুঁকি নিতে নারাজ  অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে।

ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজ চলাকালীনই কব্জিতে চোট পেয়েচিলেন তিনি. নে করা হচ্ছে তাঁর কাব্জিতে হাল্কা চিড় এসেছে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত নয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপের আগে প্যাটকামিনব্সের মতো ক্রিকেটারকে নিয়ে যে তারা বিশেষ ঝুঁকি নিতে নারাজ নয় তা বেশ স্পষ্ট। এবার সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। আপাতত প্যাট কামি্ন্সের চোটের চূড়ান্ত রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

অ্যাসেজ চলাকালীনই হাতের কব্জিতে চোট পেয়েছিলেন প্যাট কামিন্স

অগস্ট মাসের শেষের দিকে এসিয়া কাপের মঞ্চে নামতে চলেছে বারতীয় দল। সেই  প্রতিযোগিতার পরই ঘরের মাঠেঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি দেখে নেওয়ার জন্যই এই সিরিজে নামবে দুই দল। কিন্তু প্যাট কানিন্সকে নিয়ে তার আগে খুব একটা স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। হবে নাই বা কেন, এবারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। আগামী ৮ অক্টোবর বি্শ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে নামবে অস্ট্রেলিয়া।

আগদামী ৫ অক্টোবর থেকে সুরু হতে চলেছে এবারোের বিশ্বকাপ। সেখানেই ঘরের মাঠে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়। সেখানে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। সরকারীভাবে কিছু জানানো না হলেও, শোনাযাচ্ছে যে অস্ট্রেলিয়ার বোর্ডের চিকিত্সকরা আশঙ্কা  করছেন যে প্যাট কামিন্সের কব্জিতে চিড় ধরতে পারে। আর সেজন্যই প্যাট কামিব্সকে নিয়ে আপাতত বিশেষ সাবধানী অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

এই হাতে আর দুই মাস সময় রয়েছে।  সেই সময়ের মধ্যে প্যাটতামিন্সকে সম্পূর্ণ সুস্থ করে তোলাই  এই মুহূর্তে অস্ট্রেলিযা ক্রিকেট বোর্ডের প্রধান লক্ষ্য। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছেন সকলে।

The post ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনিশ্চিত প্যাট কামিন্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version