Steve Smith. (Photo by Ian Hitchcock/Getty Images)
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ভারত ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে এই সিরিজে পরাজিত করেছে। প্ৰথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। এরপর প্যাট কামিন্স দলে না থাকায় স্টিভ স্মিথ শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন। প্ৰথম দুটি টেস্ট হারলেও তৃতীয় টেস্টে ৯ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া। চতুর্থ তথা ফাইনাল টেস্টটি ড্র হয়।
বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পর ১৭ই মার্চ থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হবে। এই সিরিজে তিনটি ম্যাচ খেলা হবে। ওডিআই সিরিজেও দলের জন্য উপলব্ধ থাকবেন না প্যাট কামিন্স। সেই কারণে এই সিরিজেও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
প্ৰথম দুটি টেস্টের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে যান। সেই কারণেই স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া হয়। কামিন্সের মা মারা যাওয়ায় তিনি ওডিআই সিরিজটিও খেলতে পারবেন না। তাই আসন্ন ওডিআই সিরিজেও স্টিভ স্মিথই অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনায়কত্ব করবেন।
অস্ট্রেলিয়া দলে বেশকিছু খেলোয়াড়রা ফিরে আসছেন। সেই জন্য অস্ট্রেলিয়া দলে অলরাউন্ডারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ভারতেই ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই কারণে দলে বেশ কয়েকজন পেসার না থাকলেও অস্ট্রেলিয়া যতটা সম্ভব শক্তিশালী দলকেই মাঠে নামাতে চাইবে। অ্যাস্টন আগারও দলে ফিরে এসেছেন। টেস্ট সিরিজে চোট পাওয়ার পর সেটি সারিয়ে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নারও।
ওডিআই সিরিজের আগে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
ওডিআই সিরিজের আগে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দল গঠনের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তার কথা অনুযায়ী ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে প্রস্তুত বলেই মনে হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথাকে উদ্ধৃত করে, “আমরা দলে যে ভারসাম্য বজায় রেখে খেলতে চাই সেই নিয়ে সকলের সাথে কথা হয়েছে; আমরা আটজন ব্যাটারের কাঠামো নিয়ে এসেছি যাতে আমাদের ব্যাটিংয়ে গভীরতা বাড়ে: আমরা এটি চেষ্টা করেছি। এই কাঠামোর মধ্যে মিশ্রণ হবে কারণ আমরা বিশ্বকাপের দিকে এগোচ্ছি। দলে অনেক অলরাউন্ডার নেওয়া হয়েছে এবং তারা সবাই একটি দলের হয়ে খেলতে পারে। তাই আমাদের এই কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে।”
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওডিআই দল: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস ল্যাবুসেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, নাথান এলিস , অ্যাডাম জাম্পা।