Glenn Maxwell. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
টেস্ট সিরিজের পরই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে এখন থেকেই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সময়ের মধ্যে সুস্থ হয়ে গেলে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তেকেই মাছে নামতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষাতেই রয়েছে এখন অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। বর্ডার গাভাসকর ট্রফিতে তাংর খেলার কথা থাকলেও পা ভাঙার কারণে এই সিরিজে নামতে পারেননি তিনি। তবে একদিনের সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী অ্যান্্রু ম্যাকডোনাল্ড।
গতবছরই টি টোয়েন্টি বিশ্বকাপের পরই পা ভেঙেছিল গ্লেন ম্যাক্সওয়েলের। এক বন্ধুর পার্টিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েই এতবড় বিপত্তি ঘটেছিল তাঁর। সেই থেকেই অস্ট্রেলিয়া দলের হয়ে মাঠে নামতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল।যদিও ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এই বর্ডার গ্ভাসকর ট্রফিতেও তাঁকে খেলানোর একটা গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এখনও প্রযন্ত সেভাবে বোলিং করতে না পারার জন্যই এই তারকা অল রাউন্ডারকে শেষপ্র।ন্ত বর্ডার গাভাসকর ট্রফিতে খেলানো সম্ভব হয়নি।
শেফিল্ড শীল্ডে ভিক্টোরিয়ার হয়ে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল
যদিও গ্লেন ম্যাক্সওয়েল ইতিমধ্যেি বাইশগজে ফিরেছেন। শেফিল্ড শীল্ডে ভিক্টোরিয়ার হয়ে মাঠে নেমেছেন কিনি। যদিও এখনও পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলকে সেভাবে বোলিং েকরতে দেখা যায়নি। কিন্তু তাঁক মাঠে ফেরা যে অস্ট্রেলিয়া শিবিরের অন্দরে স্বস্তির আবহ জাগিয়েছে তা বলারক অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই একদিনের সিরিজে নামতে চলেছে অস্ট্রেলিয়া। সেখানেই গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
তিনি জানিয়েছেন, যা যা করার প্রজোয়ন সেই সবকিছুই যে সময়ের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল করতে পারেন তবে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের একেবারে শুরু থেকেই থাকবেন তিনি। পরিস্থিতি এগোনের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত।
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। সেখানেই সুস্থ হয়ে গ্লেন ম্যাক্সওয়েলের প্রত্যাবর্তন যে অস্ট্রেলিয়া শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে নিজের মাঠে ফেরা নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলও মুখ খুলেছিলেন। কেমনবাবে তিনি প্রতিদিন নিজের ফিনেস বজায় রাখা এবং সুস্থ হেয়ে ওঠার চেষ্টা করছেন সেই কথাই জানিয়েছিলেন। ফের ক্রিকেট খেলার সময় যে এগিয়ে আসছে সেই কথাও বলতে দ্বিধা করেননি অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
The post ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে আশাবাদী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড appeared first on CricTracker Bengali.