BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতের বিরুদ্ধে আট ব্যাটারে খেলার ইঙ্গিত অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের

 ভারতের বিরুদ্ধে আট ব্যাটারে খেলার ইঙ্গিত অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের

#image_title

Andrew McDonald. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। সেই ঘটনা এখন অতীত। সামনে রয়েছে একদিনের  সিরিজ। সেখানেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া হয়েছে অস্ট্রেলিয়া শিবির। বিশ্বকাপের আগে ভারচের বিরুদ্ধে এই সিরিজ যে অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই তৈরি হচ্ছে  অস্ট্রেলিয়াও। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার প্রথম ম্য়াচে নামার আগেই নিজেদের পরিকল্রনার ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

ভারতের বিরুদ্ধে দলের ব্যাটিংয়েই শক্তি বাড়ানোর অঙ্গিত দিয়েছেন অস্চ্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আট ব্যাটারেই নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ের ওপরই জোর দিচ্ছে অস্ট্রেলিয়া শিবির। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১-এ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সেখানেই ভারতীয় বোলিংয়ের সামনে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এমন পরিকল্পনার রাস্তায় হাঁটার ইঙ্গিত অস্ট্রেলিয়ার কোচের।

ভারতের কাছে টেস্ট সিরিজে ১-২ ফলাফলে হেরেছে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে এই সিরিজে দরলে অল রাউন্ডারদের আধিক্য রাখার দিকেই বিশেষ নজর দিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। ভারকের মাটিচেই এবার রয়েছে একদিনের বিশ্বকাপের আসর। সেই মঞ্চে নামার আগে এই সিরিজ দিয়েই যে তারপা একটা ড্রেস রিহার্সাল সেরে নিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে অস্ট্রেলিয়ার প্রস্তুতিও। ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে গভীরতা রাখাই প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের। জোর কদমে চলছে এখন শেষ মুহর্তের প্রস্তুতি।

ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে এই ম্যাচে ব্যাটিংয়ে গভীরতা আনার জন্য আটজন ব্যাটারেই নামার পরিকল্পনা করেছি আমরা। বিশ্বকাপের দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছি আমরা। সেইভাবেই দলের কম্বিনেশন এখন থেকে দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে। দলে বরু অল রাউন্ডারদেরই নেওয়া হয়েছে। ভারতের মাটিতে তারা যাতে খেলতে পারে সেদিকেই নজর রয়েছে আমাদের। এই ম্যাচেই বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে হবে আমাদের”।

টেস্টের পর একদিনের সিরিজিও অস্ট্রেলিয়া শিবিরে নে্ই প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে এই সিরিজেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। টেস্টে হারলেও শেষপর্যন্ত একদিনের সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখনম দেখার।

The post ভারতের বিরুদ্ধে আট ব্যাটারে খেলার ইঙ্গিত অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের appeared first on CricTracker Bengali.

Exit mobile version