Skip to main content

সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হারার পর বরখাস্ত হওয়া শ্রীলঙ্কান বোর্ড ২৪ ঘন্টার মধ্যেই আবার দায়িত্বে ফিরল

Rohit Sharma. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। এই হারের পরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সকল সদস্যসের তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। কিন্তু পুরোনো বোর্ডই আবার ক্ষমতায় ফিরে এল, তাও মাত্র ২৪ ঘন্টায়।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সকল সদস্যদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর, বোর্ডের প্রধান শাম্মি সিলভা আদালতের কাছে বিচারের জন্য যান। তিনি রোশন রনসিংহের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানান। তিনি অভিযোগ করেছেন যে রনসিংহে নিয়মনীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেননি। শুধু তাই নয়, বোর্ডের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর আনা সমস্ত অভিযোগগুলিকেও অস্বীকার করেছেন সিলভা।

পুরোনো বোর্ডকে বরখাস্ত করার পর অর্জুন রনতুঙ্গার নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। তবে এখন আর এই বোর্ড দায়িত্ব নিতে পারবে না। আদালতের নির্দেশের পর পুরোনো বোর্ডই আবার দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী দুই সপ্তাহের জন্য তাদের উপরই শ্রীলঙ্কা ক্রিকেটের সকল কাজকর্মের দায়িত্ব থাকবে। আদালত এই ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। শেষমেশ বর্তমান বোর্ডই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে থেকে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

“ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না” – রোশন রনসিংহে

ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার আগে থেকেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নানা ধরণের সমস্যা চলছিল। বোর্ডের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা দুর্নীতি করছেন। তবে তখন ওডিআই বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট এগিয়ে আসছিল বলে বোর্ডের সঙ্গে কোনোরকমের ঝামেলায় জড়াননি ক্রীড়ামন্ত্রী। কিন্তু ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৩০২ রানে হারের পরেই পরিস্থিতি জটিল হয়ে যায়। এছাড়াও, চলতি ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কা খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচের পর বোর্ডের সদস্যদের পদ থেকে সরে দাঁড়াতে বলেন রনসিংহে। এমনকি তিনি বোর্ডের সদস্যদের ক্ষমাও চাইতে বলেছিলেন। কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দলের খারাপ পারফরম্যান্স দেখে শ্রীলঙ্কার সাধারণ মানুষরাও ক্ষুব্ধ হয়েছেন। তারা কলম্বোতে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দফতরের বাইরেও তাদের বিক্ষোভ জানাতে দেখা গেছে।

রোশন রনসিংহে বলেন, “ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের উচিত পদত্যাগ করা। শ্রীলঙ্কাবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ওদের।”

The post ভারতের কাছে হারার পর বরখাস্ত হওয়া শ্রীলঙ্কান বোর্ড ২৪ ঘন্টার মধ্যেই আবার দায়িত্বে ফিরল appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...