India Team ( Image Source: BCCI )
সদ্য শেষ হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানেই শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে এবারের মতো টেস্টের বিশ্ব সেরা হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই রোহিত শর্মাদের আসন্ন ক্রিকেটের সূচী প্রকাশ করল বিসিসিআই। আগামী জুলাই মাস থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যারাথান সফরে নামতে চলেছেন রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ফ্লোরিডাতেও এবার দুটো ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
আগামী ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টেস্ট দিয়েই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজ। সোমবারই সেই দীর্ঘ সফরের সূচী ঘোষণা করেছে বিসিসিআই। এই বছরই ভারতের ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতিতে কোনওরকমের খামতি রাখতেই নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত হবে টেস্ট সিরিজ। এরপরই ২৭ জুলাই অগস্ট থেকে ১ অগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। শেষে রয়েছে টি টোয়েন্টি সিরিজ।
🚨 NEWS 🚨
2️⃣ Tests
3️⃣ ODIs
5️⃣ T20Is
Here’s the schedule of India’s Tour of West Indies 🔽#TeamIndia #WIvIND pic.twitter.com/U7qwSBzg84
— BCCI (@BCCI) June 12, 2023
৩ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত চলবে টি টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রায় এক মাসের দীর্ঘ সফর রোহিত শর্মাদের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফল ভুলে ভারতীয় দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। বিশ্বকাপের আগে এই সিরিজ যে ভারতীয় দলের প্রস্তুতির অন্যতম অঙ্গ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী
টেস্ট( ভারতীয় সময় সন্ধে ৭.৩০)
প্রথম টেস্ট – ১২-১৬ জুলাই, উইন্ডসোর পার্ক
দ্বিতীয় টেস্ট – ২০-২৪ জুলাই, কুইন্স পার্ক ওভাল
ওডিআই ( ভারতীয় সময় সন্ধে ৭.০০)
প্রথম ওডিআই – ২৭ জুলাই, বার্বাডোস
দ্বিতীয় ওডিআই – ২৯ জুলাই, বার্বাডোস
তৃতীয় ওডিআই – ১ অগস্ট, ত্রিনিদাদ
টি২০ ( ভারতীয় সময় রাত্রি ৮.০০ )
প্রথম টি২০ – ৩ অগস্ট, ত্রিনিদাদ
দ্বিতীয় টি২০ – ৬ অগস্ট, গায়ানা
তৃতীয় টি২০ – ৮ অগস্ট, গায়ানা
চতুর্থ টি২০ – ১২ অগস্ট, ফ্লোরিডা
পঞ্চম টি২০ – ১৩ অগস্ট, ফ্লোরিডা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপরই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নামবেন রোহিত শর্মারা। সবশেষে রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। টি টোয়েন্টি সিরিজেরই শেষ দুটো ম্যাচ আমেরিকার ফ্লোরিডায় খেলতে নামবেন রোহি্ত শর্মারা। এই সিরিজের দল ঘোষণার অপেক্ষাতেই সকলে।
The post ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচী প্রকাশ, রোহিত শর্মারা খেলবেন ২ টেস্ট, ৩ ওডিআই ও ৫ টি টোয়েন্টি appeared first on CricTracker Bengali.