BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় শিবিরে ফেরার প্রত্যাশায় আভেশ খান

 ভারতীয় শিবিরে ফেরার প্রত্যাশায় আভেশ খান

#image_title

Avesh Khan. (Photo Source: Twitter)

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের স্ক্যানারে থাকলেও শেষপর্যন্ত সেই দলে সুযোগ হয়নি ভারতীয় দলের এই তরুণ বোলারের। তবে এত সহজেই হাল ছাড়তে নারাজ আভেশ খান। সামনেই রয়েছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ। এরপরই ভারতীয় দল নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ের অপেক্ষা। তবে সেই সিরিজেই নিজের জায়গা পাকা করার লক্ষ্যে রয়েছেন আভেশ খান। সেভাবেই নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের স্কোয়াড বিল্ডআপ পরিকল্পনায় ভারতীয় শিবিরে ছিলেন আভেশ খান।  তাঁকে নিয়ে নানান কথাবার্তাও চলেছিল। যদিও শেষপর্যন্ত ভারতীয় দলে জায়গা হয়নি এই তরুণ ক্রিকেটারের। যদিও এত সহজদেই বারকতীয় দলে নিজের জায়গা করে নেওয়ার আশা ছােেড়তে নারাজ মধ্যপ্রদেশের এই তরুণ ক্রিকেটার। সেই লক্ষ্যেই নিজের প্রস্তুতিও সারছেন আভেশ খান। সেবার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও, তাঁকে ঘরোয়া ক্রিকেটের মঞ্চেই খেলার পরামর্শ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবারের আইপিএলে ৯ ম্যাচে ৮টি উইকেট পেয়েছিলেন আভেশ খান

এবার সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ।  এবারের ঘরোয়া মরসুমে বেশ ভাল পারফর্ম্যান্সই দেখিয়েছিলেন আভেশ খান। সেখানেই ৮ টি রঞ্জি ট্রফি ম্যাচে ৩৪টি উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় দলে এর আগেও খেলেছেন আভেশ খান। সেখানেই ভারতীয় দলের জার্সিতে ৫টি একদিনের ম্যাচে  আভেশ খানের ঝুলিতে রয়েছে ৩টি উইকেট। সেইসঙ্গে তাঁর ১৫টি টি টোয়েন্টি ম্যাচে রয়েছে ১৩টি উইেকেট।  ফের একবার ভারতীয় দলে তিনি জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

এই প্রসঙ্গে আভেশ খান জানিয়েছেন, “ভারতীয় দলে ফের একবার জায়গা করে নেওয়ার আশায় রয়েছি আমি। একজন ক্রিকেটার হিসাবে কখনোই নির্বাচন আমার হাতে নেই। সকলেই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই যায়। তবে ভারতীয় নিজের প্রত্যাবর্তন করতে চাই। সেই জায়গাতেই নিজের জায়গা করে নেওয়ার লক্ষ্যে রয়েছি আমি”।

এবারের আআইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন আভেশ খান। সেখানেই ৯টি ম্যাচ খেলে ৮টি উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ বোলার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা আলোচনা চলছে। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দলের আভেশ খান ভারতীয় দলে জায়গা করে নিতে পারে কিনা সেটাই দেখার।

The post ভারতীয় শিবিরে ফেরার প্রত্যাশায় আভেশ খান appeared first on CricTracker Bengali.

Exit mobile version