KS Bharat. (Image Source: Twitter)
এই মুহূর্তে বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেই দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। নাগপুর এবং দিল্লি দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট জয় এসেছে ভারতীয় দলের। যদিও ভারতীয় দলের এই সাফল্যের পিছনে বোলারদের অবদানই এখন সবচেয়ে বেশী। বিশেষ করে স্পিনাররাই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে। এখনও পর্য়ন্ত ভারতীয় ব্যাটারদের থেক তেমন বড় রানের ঝলক দেখা যায়নি। ভারতীয় পিচে ব্যাটারদের সাফল্. পাওয়া নিয়েই এবার মুখ খুললেন কেএস ভরত।
বর্ডার গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছে কেএস ভরতের। লোকেশ রাহুলেরচাপ কমাতে টেস্টের মড্চে তাঁকে উইকেট কিপিংয়ের দায়িত্বে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বোর্ড। সেইসঙ্গে গতবছর ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে আপাতত অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। সেই জায়গাতেই কেএস ভরতকে এই টেস্টে খেলানোর জন্য বেছে নিয়েছিল কেএস ভরতকে। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে সেভাবে নিজের পারফর্ম্যান্স দেখাতে পারেননি কেএস ভরত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে কেএস ভরত
ভারতের হয়ে পরপর দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। শুধু তিনিই নন, ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটাররাও এখথানে বড় রান করতে ব্যর্থই হয়েছে। ভারতের মাটিতে সাফল্যের কথাই এবার প্রকাশ্যে আনলেন কেএস ভরত। তাঁর মতে ভারতের মাটিতে ডিফেন্স যে ভাল করতে পারবে তাঁর ব্যাটেই সাফল্য আসবে। এই দেশের পিচে ডিফেন্সিভ ক্রিকেটই প্রধান চাবিকাঠি হিসাবে মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে কেএস ভরত জানিয়েছেন, “দিল্লিতে রোহিত ভাই আমায় বলেছিল যে দ্বিতীয় ইনিংসে আমি ছয় নম্বরে ব্যাটিং করতে নামব। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গিয়েছিল। সেই সময়ই দলের হয়ে নিজের অবদান রাখতে মরকিয়া ছিলাম আমি। এখানে নিজের ধারণার কোনও সমস্যা নেই। এই ধরণের পিচে শট নির্বাচনটাই সবচেয়ে কঠিন কাজ। যদি এই পিচে শট নির্বাচন একেবারে সঠিক হয় তবে রান আসতে বাধ্য। ডিফেন্সের ওপর ভরসা রাখাটাই এখানে প্রধানম চাবিকাঠি”।
এখনও পর্যন্ত রোহিত শর্মাকে বাদ দিলে ভশ্রারতীয় দলের হয়ে কোনও ক্রিকেটারই এই টেস্ট সিরিজে সেঞ্চুরী করতে পারেননি। ভারতের টপ অর্ডার ব্যাটাররাও যে ব্যর্থ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্র জাদেজা, অক্যর পটেলরাই সামাল দিয়েছেন পরিস্থিতি। ১ মার্চ ইন্দোরে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। সেখানে শেষপর্যন্ত ভারতীয় ব্যাটারদের ব্যাটে বড় রান আসে কিনা সেটাই এখন দেখার।
The post ভারতীয় পিচে শট নির্বাচন সবচেয়ে কঠিন, মনে করছেন কেএস ভরত appeared first on CricTracker Bengali.