Wriddhiman Saha. (Photo Source: IPL)
কয়েকদিন ধরে আইপিএল চলাকালীনই ঋদ্ধিমান সাহাকে নিয়ে একটা গুঞ্জন সুরু হয়েছিল। যেভাবে এবারের আইপিএলে তিনি পারফরম্যান্স দেখাচ্ছেন সেটা নিয়েই চলছে নানান আলোচনা। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় জদ থেকে লোকেশ রাহু ছিটকে যাওয়ার পর থেকেই ঋদ্ধিমান সাহার ভারতীয় দলে ফের প্রতচ্যাবরক্তন নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও বাংলার ঋদ্ধিমান সাহা কিন্তু তা নিয়ে খুব একটা চিন্তিত। ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না তিনি। বরং নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার দিকেই প্রধান ফোকাস রয়েছে ঋদ্ধিমান সাহার।
কয়েকদিন আগেই গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওপেনিংয়ে ঋদজ্ধিমান সাহার ব্য়াট থেকে এসেছিল রানের ঝড়। আর তাতেই গুজরাত টাইটান্স য়েজয়ের রাস্তায় এগিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ঋদ্ধিমান সাহার সেই পারফর্ম্যান্স দেখার পর তেকেই পের অএকবার তাঁঁকে ভারতীয় দলে ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। যদিও শেষপর্যন্ত তা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দলে লোকেশ রাহুলের পরিবর্তে এসেছেন ঈশান কিষাণ।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪৩ বলে ৮১ রান করেছিলেন ঋদ্ধিমান সাহা
শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার ব্যাটে ছিল রানের ঝড়। মাত্র ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন েই তারকা উইকেটকিপার ব্যাটার। তাংর ইনিংস জুড়ে ছিল শুধুই বাউন্ডারির বন্যা। কিন্তু ভারতীয় দলে এখনও পর্যন্ত ব্রাত্যই থেকে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। যদিও আইপিএল চলাকালীন েকেবারেই সেসব নিয়ে ভাবতে নারাজ এই তারকা ক্রিকেটার। বরং চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে নিজের সেরা পারফর্ময়ান্সটাই দেখাতে চান তিনি।
এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে ঋদ্ধিমান সাহা জানিয়েছেন, “এই মুহূর্তে আমি আইপিএলে আমার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। সেজন্য নিদের ফ্র্যাঞ্চাইজিকে নিয়েই চিন্তা করছি। বাকি কোনও কিছুই আমার হাতে নেই। সেজন্য সেসব নিয়ে ভেবেও বিশেষ কোনও লাভ নেই”।
গতবছর ইংল্যান্ড সফরের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ঋদ্ধিমান সাহা। এরপরই ভারতীয়. ক্রিকেট মহল জুড়ে উঠেছিল ঝড়। সেই সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর বাংলাও ছেড়ে ঋদ্ধিমান সাহা এখন রঞ্জি ট্রফিতে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ঋদ্ধিমান সাহা। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের হয়ে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছিলেন, সেই ধারাই তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post ভারতীয় দলে সুযোগ না পেয়ে চিন্তিত নন ঋদ্ধিমান সাহা, গুজরাত টাইটান্সের হয়ে সেরাটা দিতে চান appeared first on CricTracker Bengali.